আশরাফুলের প্রভাব নিয়ে সময় চাইলেন রাজ্জাক

বাংলাদেশ দলের ব্যাটিং নিয়ে চলছিল টানা ব্যর্থতার গল্প। কয়েক সিরিজ ধরে বড় রানের দেখা না পাওয়া, টপ অর্ডারের ব্যর্থতা, মিডল অর্ডারের অনিশ্চয়তা-সব মিলিয়ে ব্যাটিং ইউনিটের ওপর চাপ ছিল প্রবল। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে যেন হঠাৎ করেই রঙ বদলে গেল দৃশ্যপট। ব্যাটাররা ফিরেছেন রানে, দল পেয়েছে স্বস্তির নিঃশ্বাস। এই সময়েই আলোচনায় উঠে এসেছে নতুন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের নাম।

যদিও প্রতিপক্ষের শক্তি তুলনামূলক কম হওয়ায় তাকে এখনই কৃতিত্ব দিতে রাজি নন সমালোচকেরা, কিন্তু ড্রেসিং রুমের ভেতর আশরাফুলের উপস্থিতি উপেক্ষা করা কঠিন। অনুশীলনে কিংবা ম্যাচ চলাকালে ব্যাটারদের পাশে দাঁড়িয়ে ট্যাকটিক্যাল আলোচনায় ব্যস্ত দেখা গেছে তাকে বারবার। সেই পর্যবেক্ষণকেই আজ বিমানবন্দরে দল চট্টগ্রামের পথে রওনা দেওয়ার আগে তুলে ধরলেন টিম ডিরেক্টর আব্দুর রাজ্জাক।

রাজ্জাক বলেন, ‘আশরাফুল খুব অভিজ্ঞ খেলোয়াড়। যেহেতু মাত্র একটা সিরিজ কাজ করেছে... এখানে অল্প সময়ের মধ্যে বলাও মুশকিল। আসলে এইগুলো ইনক্লুশন সময়... বেশ সময় পরে বোঝা যায় যে আসলে কী ইমপ্যাক্ট পড়ছে। হুট করে একটা মানুষকে নিয়ে যেকোনো একটা মন্তব্য করে দেওয়া একটু মুশকিল।’

তিনি আরও যোগ করেন, ‘টেকনিকের থেকে ট্যাকটিসের ব্যাপার আসলে তো অবশ্যই আশরাফুল খাটাচ্ছে। ও বলছে, কথা বলছে। আমি দেখছি সবসময় ও থাকে ব্যাটারদের কাছাকাছি, থাকে প্র্যাকটিসে, এমনকি খেলা চলাকালেও কথা বলছে। তো আমার কাছে মনে হয় যে এটার ইতিবাচক প্রভাব পড়বে ইনশাআল্লাহ।’

টেস্ট সিরিজ শেষে এবার এগিয়ে আসছে রঙিন সংস্করণ। ২৭ ও ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। টেস্টের সাফল্যকে ভিত্তি করে লিটন দাসের নেতৃত্বে নতুন ধারায় পথচলা শুরু করতে চায় বাংলাদেশ দল।

দলে থাকা যুব খেলোয়াড়দের সঙ্গে অভিজ্ঞদের সমন্বয় করে টি–টোয়েন্টি স্কোয়াড গড়া হয়েছে। টেস্টে ব্যাটারদের ছন্দ ফিরে পাওয়া টি–টোয়েন্টিতেও কাজে লাগাতে চায় টিম ম্যানেজমেন্ট। এর সঙ্গে যুক্ত হয়েছে আশরাফুলের ট্যাকটিক্যাল পরামর্শ-যা রাজ্জাকের আশা অনুযায়ী, দীর্ঘ মেয়াদে দলের ব্যাটিংয়ে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।