বিপিএল নিলামে ক্যাটাগরি অনুযায়ী কারা কোন তালিকায়

বিপিএল দ্বাদশ আসরের নিলাম অবশেষে আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। কয়েক দফা পেছানোর পর আয়োজকদের প্রস্তুতি এখন প্রায় চূড়ান্ত, এবং এর মধ্যেই প্রকাশ করা হয়েছে স্থানীয় ও বিদেশি ক্রিকেটারদের নিলামের চূড়ান্ত তালিকা। বিদেশি ক্রিকেটারদের মধ্যে শুরুতে নিবন্ধন করেছিলেন পাঁচ শতাধিক খেলোয়াড়, তবে যাচাই-বাছাইয়ের পর শেষ পর্যন্ত ২৫০ জন বিদেশির নামই তালিকায় স্থান পেয়েছে। স্থানীয়দের ক্ষেত্রেও ছিল কঠোর প্রতিযোগিতা; বিভিন্ন ক্যাটাগরিরকরণের পর নিলামে সুযোগ পেয়েছেন মোট ১৫৮ জন।

এই তালিকার সর্বোচ্চ ধাপ ‘এ’ ক্যাটাগরিতে রাখা হয়েছে তিনজন স্থানীয় ক্রিকেটারকে-নাঈম শেখ, লিটন দাস এবং আরও একজন শীর্ষ পারফরমারকে। তাদের ভিত্তিমূল্য নির্ধারিত হয়েছে ৫০ লাখ টাকা, যা স্থানীয় খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ। 

এর ঠিক নিচের ধাপ ‘বি’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়েছেন মোট ১৫ জন, যেখানে রয়েছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদসহ জাতীয় দলের আরও কয়েকজন পরিচিত মুখ শামীম পাটোয়ারী, শরিফুল ইসলাম, তানজিম সাকিব, নাজমুল হোসেন শান্ত, মাহিদুল ইসলাম অঙ্কন, সৌম্য সরকার, জাকের আলি অনিক, তাওহীদ হৃদয় ও ইয়াসির রাব্বি। এদের প্রত্যেকের ভিত্তিমূল্য ৩৫ লাখ টাকা ধার্য করা হয়েছে।

এরপরের ধাপ ‘সি’ ক্যাটাগরিতে আছেন ১৮ জন ক্রিকেটার। এখানে পাওয়া যাচ্ছে আকবর আলি, জাকির হাসান, সাব্বির রহমান, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মুমিনুল হক এবং তাইজুল ইসলামের মতো পরিচিত নাম। তাদের ভিত্তিমূল্য নির্ধারিত হয়েছে ২২ লাখ টাকা। ‘ডি’ ক্যাটাগরিতে ১৯ জন খেলোয়াড়ের তালিকা তৈরি হয়েছে ১৮ লাখ টাকা ভিত্তিমূল্যে, যেখানে হাবিবুর রহমান সোহান, মৃত্যঞ্জয় চৌধুরি, নাসির হোসেন এবং হাসান মুরাদের নাম বিশেষভাবে নজর কাড়ে।

তুলনামূলক কম পারিশ্রমিকের তালিকা হিসেবে ‘ই’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে ৩৭ জন খেলোয়াড়কে, তাদের ভিত্তিমূল্য ১৪ লাখ টাকা। এখানে রয়েছেন সোহাগ গাজী, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু ও শামসুর রহমান। আর সর্বনিম্ন ভিত্তিমূল্যের ‘এফ’ ক্যাটাগরিতে রাখা হয়েছে ৬৬ জন ক্রিকেটারকে, যারা নিলামে উঠবেন ১১ লাখ টাকা ভিত্তিমূল্যে। এই তালিকায় আছেন অভিষেক অরণ্য, টিপু সুলতান, ওয়াসি সিদ্দিকি ও শাহরিয়ার সাকিব।