নেপালের পোখরায় সাফ অ-১৯ নারী টুর্নামেন্ট আগামী ৩১ জানুয়ারি থেকে শুরু হবে। বাংলাদেশ দল গতকাল কাঠমান্ডু পৌঁছায়। আজ সকালে কাঠমান্ডু থেকে পোখরার ফ্লাইট বিড়ম্বনায় পড়ে বাটলারের দল।
নেপাল সময় সকাল সাড়ে সাতটায় কাঠমান্ডু থেকে পোখরায় বুদ্ধা এয়ারলাইনসে ফ্লাইট ছিল বাংলাদেশ দলের। কাঠমান্ডু বিমানবন্দরে বৈরী আবহাওয়া ও দৃশ্যতার সংকট থাকায় ফ্লাইট অপারেশন সম্ভব ছিল না। তাই বাংলাদেশের ফ্লাইট ৫ ঘন্টা বিলম্ব হয়ে দুপুর দেড়টায় পোখরায় পৌঁছায়।
সকাল সাড়ে সাতটায় ফ্লাইট হওয়ায় বাংলাদেশ দল ভোরে হোটেল ছেড়েছে। পাঁচ ঘন্টা ফ্লাইট বিলম্ব হওয়ায় ক্লান্তি ভর করে আলপি আক্তারদের। তাই কোচ বাটলার ফুটবলারদের রিকভারি বিবেচনায় আজকের অনুশীলন বাতিল করেন৷
আগামী পরশু দিন বাংলাদেশ ভুটানের মুখোমুখি হবে। প্রতি দিন দু'টো করে ম্যাচ হবে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী চার দল তিন ম্যাচ করে খেলবে। তিন ম্যাচ শেষে শীর্ষ ২ পয়েন্টধারী ৭ ফেব্রুয়ারি ফাইনাল খেলবে। বাংলাদেশ নারী দল প্রথমবার এশিয়া কাপ খেলবে সেই টুর্নামেন্টের প্রস্তুতি ঢাকায় শুরু হলেও হেড কোচ অ-১৯ দল নিয়ে নেপালে।