মেসি অলিম্পিকে খেললে অধিনায়কত্ব দিবেন আলমাদা

আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের অধিনায়ক থিয়াগো আলমাদা বলেছেন, মেসিকে অলিম্পিক দলে পাওয়াটা স্বপ্নপূরণের মতো হবে। এ ছাড়া মেসি দলে এলে তিনি অধিনায়কত্বের আর্মব্যান্ডও দিয়ে দিবেন। এখন তার সিদ্ধান্ত জানার অপেক্ষা।

প্যারিসের টিকিট নিশ্চিতের পর এক সাক্ষাৎকারে আলমাদা বলেন, ‘দল এবং কোচিং স্টাফদের জন্য আমি খুবই আনন্দিত, এটা তাদের প্রাপ্য। টুর্নামেন্টজুড়ে দেখিয়েছি যে দল হিসেবে আমরা ভালো ছিলাম। সবসময় প্রতিপক্ষকে ছাড়িয়ে গেছি। আমাদের অনুশীলনের জন্য এবং অলিম্পিকে ভালো করার জন্য যথেষ্ট সময় হাতে আছে।’

অলিম্পিক ফুটবলে খেলে অনূর্ধ্ব-২৩ দল, তবে কোনো কোচ চাইলে সেই দলে ২৩-এর বেশি বয়সী তিনজন খেলোয়াড়ও রাখতে পারেন। আর্জেন্টিনায় সেই তিনজনের দুজন হতে পারেন মেসি ও ডি মারিয়া। ডি মারিয়া অবশ্য আগেই বলে দিয়েছেন, কোপা আমেরিকা শেষে তিনি আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানিয়ে দেবেন।