মায়ামি থেকে অবসরে যাবেন সুয়ারেজ

আয়াক্স, লিভারপুল, বার্সেলোনা, অ্যাতলেতিকো মাদ্রিদ, ন্যাসিওনাল, গ্রেমিও হয়ে ইন্টার মায়ামি এসে বর্তমান ঠিকানা গড়েছেন লুইস সুয়ারেজ। ৩৭ বছর বয়সী সুয়ারেজ এই মায়ামিকে তার ক্যারিয়ারের সর্বশেষ ঠিকানা করতে চান। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) এক সাক্ষাতকারে এ ব্যাপারে তিনি বলেছেন, মায়ামি হবে তার সর্বশেষ ক্লাব।

ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিও থেকে গত বছর ইন্টার মায়ামিতে নাম লেখান সুয়ারেজ। ইন্টার মায়ামি সুয়ারেজের জন্য নতুন ক্লাব হলেও তার জন্য ব্যাপারটা ঘরের ছেলে ঘরে ফেরার মতো। কেননা, এখানে পেয়ে যান বার্সেলোনার এক ঝাঁক সাবেক সতীর্থ- লিওনেল মেসি, সার্জিও বুসকেটস, ইহোর্দি আলবাকে। সুয়ারেজের মিয়ামিতে আসার ব্যাপারে মূলত মেসিই কলকাঠি নাড়াচাড়া করেছেন। ফলে নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার যে লড়াইটা খেলোয়াড়দের করতে হয় সুয়ারেজকে তা করতে হয়নি।

এক সাক্ষাতকারে সুয়ারেজ বলেন, ‌ইন্টার মায়ামি হবে আমার সবশেষ ক্লাব। এখান থেকেই আমি অবসর নেব। এ ব্যাপারে আমার পরিকল্পনা চূড়ান্ত। আমার পরিবারের সদস্যরা এ ব্যাপারটা জানে। এখনো আমি দিন তারিখ চূড়ান্ত করিনি। তবে এটাই হবে আমার শেষ পদক্ষেপ। এই শেষ চ্যালেঞ্জটা মোকাবেলার জন্য আমি প্রস্তুত। অবসরের পর আমি একটা পরিপূর্ণ জীবন উপভোগ করতে চাই।