ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে লিভারপুল। গত মৌসুমে অবশ্য শীর্ষ চারেও থাকতে পারেনি দলটি। ফলে এবার তাদেরকে খেলতে হচ্ছে ইউরোপা লিগে। সেখানে স্বাভাবিকভাবেই বিজয়ের কেতন উড়িয়ে চলেছে দলটি। বৃহষ্পতিবার রাতে টুর্নামেন্টের শেষ ষোলোর প্রথম লেগে তারা অ্যাওয়ে ম্যাচে স্পার্তা প্রাগকে উড়িয়ে দিয়েছে। ৫-১ গোলে জয় পেয়েছে।
গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে লিভারপুল নক আউট পর্বে এসেছে। তাছাড়া ঘরোয়া লিগে দলটি দুর্দান্ত ফর্মে রয়েছে। যা ভালোভাবে টের পেয়েছে স্পার্তা প্রাগ। ম্যাচে বিরতির আগেই ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল লিভারপুল। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, ডারউইন নুনেজ, লুইস ডিয়াজ ও ডোমিনিক সোবোজলাই গোল করেন। নুনেজ করেন জোড়া গোল।
বিশাল এ জয়ের ফলে লিভারপুল কোয়ার্টার ফাইনালে খেলার সম্ভাবনা উজ্জ্বল করেছে। ফিরতি লেগের ম্যাচে নিজেদের মাঠে খেলা হওয়ায় বাড়তি সুবিধা পাবে লিভারপুল।
এদিকে দিনের অন্য ম্যাচে ইতালিয়ান ক্লাব রোমা ৪-০ গোলে ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়নকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথ অনেকটা পরিস্কার করেছে। জয়ী দল উভয়ার্ধে দুটো করে গোল করে।
রোমার হয়ে গোলের সূচনা করেন আর্জেন্টাইন তারকা পাউলো দিবালা। বিরতির আগে ব্যবধান দ্বিগুন করেন রোমেলু লুকাকু। বিরতির পর স্কোরশিটে নাম লেখান গিয়ানলুকা মানচিনি ও ব্রায়ান ক্রিসটান্টে।
লিভারপুল ও রোমা কোয়ার্টার ফাইনালের পথটা সহজ করলেও নিজেদের পথটা কঠিন করেছে বেয়ার লেভারকুসেন। আজারবাইজান ক্লাব কারাবাগের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা। তাদের সৌভাগ্য যে, দুই গোলে পিছিয়ে পড়ার পর তারা ম্যাচে ফিরতে পেরেছে।