বাংলাদেশ ফুটবল দল এখন বিশ্বকাপ ফুটবল নিয়ে ব্যস্ত। বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবে তারা সৌদি আরব রয়েছে। তায়েফ শহরে রয়েছে আফ্রিকার দেশ সুদানও। সেখানে দুই দল রোববার (১০ মার্চ) একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। তবে সেখানে সাধারণ দর্শকের প্রবেশাধিকার ছিল না। এই প্রস্তুতি ম্যাচে অপেক্ষাকৃত শক্তিশালী দল সুদানের সঙ্গে বেশ ভালোভাবেই টেক্কা দিয়েছে বাংলাদেশ। ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের তুলনায় এগিয়ে সুদান।
বিশ্ব ফুটবলের র্যাংকিংয়ে সুদানের অবস্থান ১২৮তম। আর বাংলাদেশ আছে ১৮৩তম স্থানে। দুই দলের অবস্থানে বেশ পার্থক্য স্পষ্ট। র্যাংকিংয়ের বিশাল পার্থক্য সত্ত্বেও ড্র করায় সন্তুষ্ট বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।
র্যাংকিংয়ে এগিয়ে থাকা সুদানের ম্যাচ সম্পর্কে বাংলাদেশের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, ‘ফলাফল কোনো বিষয় না এই ধরনের ম্যাচে। আমাদের প্রস্তুতি কেমন হচ্ছে সেটা দেখাই ছিল মূল বিষয়। খেলোয়াড়দের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট আমরা সঠিক পথেই রয়েছি।’
ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের জন্য হ্যাভিয়ের ক্যাবরেরা ২৮ জন খেলোয়াড় নিয়ে অনুশীলন করাচ্ছেন। গতকালের ম্যাচে ২৫ জন খেলোয়াড়কে দেখেছেন তিনি। এই প্রসঙ্গে বলেন, ' ২৪-২৫ জন খেলোয়াড় খেলার সুযোগ পেয়েছে। সবাই ভালো পারফরম্যান্স করছে।'
সোমবার (১১ মার্চ) বাংলাদেশ দলের অনুশীলন নেই। বৃহস্পতিবার (১৪ মার্চ) সুদানের বিপক্ষে আরেকটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচের জন্য বাংলাদেশ দলকে প্রস্তুত করবেন আগামী দুই দিন।