এ কি হাল বায়ার্নের!

একবার বা দুইবার নয়, তেত্রিশবার লিগ শিরোপা জয় করেছে বায়ার্ন মিউনিখ। লিগের বর্তমান চ্যাম্পিয়নও তারা। অথচ এবারের মৌসুমে দলটির ছন্নছাড়া অবস্থা। বায়ার্ন মিউনিখের অন্ধ ভক্তরাও এবার শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন না। পয়েন্ট টেবিলে অবশ্য তারা দ্বিতীয় স্থানে, তবে শীর্ষে থাকা বেয়ার লেভারকুসেন তাদের থেকে যোজন যোজন দূরে।

২৮ ম্যাচে শেষে বায়ার্নের পয়েন্ট ৬০। আর শীর্ষে থাকা বেয়ার লেভারকুসেনের পয়েন্ট ৭৬।

বর্তমান চ্যাম্পিয়ন হলেও এ মৌসুমে হারের সঙ্গে যেন মিতালি করেছে বায়ার্ন মিউনিখ। শনিবার (৬ এপ্রিল) রাতে তারা দুই গোলে এগিয়ে থেকেও এফসি হেইডেনহেলমের কাছে ৩-২ গোলে হেরেছে। গত ৮ ম্যাচে এটা নিয়ে চতুর্থবারের মতো হারের মুখ দেখলো বায়ার্ন। আর পয়েন্ট হারালো পাঁচ ম্যাচে।

হ্যারি কেন ও সার্জ ন্যাবরির গোলে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল বায়ার্ন। দ্বিতীয়ার্ধে চমক দেখায় স্বাগতিক হেইডেনহেলম। ৫০ মিনিটে কেভিন সেসার গোলে ব্যবধান কমায় তারা। পরের মিনিটে সফরকারীদের হতভম্ব করে দেন টিম ক্লেইনডিয়েনস্ট। ৭৯ মিনিটে আবার তিনি গোল করে বায়ার্নের ষষ্ঠ হার নিশ্চিত করেন।