বিশ্বকাপসহ ফুটবলের বড় বড় টুর্নামেন্টে নক আউট পর্বের খেলায় নির্ধারিত সময়ে অমীমাংসিত থাকলে অতিরিক্ত সময়ের খেলার ব্যবস্থা রয়েছে। কিন্তু ব্যতিক্রম কোপা আমেরিকা। নক আউটে অতিরিক্ত সময়ের খেলা হওয়ার কোনো ব্যবস্থা নেই। বরং নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে ম্যাচ নিষ্পত্তি না হলে সরাসরি টাইব্রেকার। ব্যতিক্রম শুধু ফাইনাল। ফাইনাল ম্যাচ নির্ধারিত সময়ে শেষ না হলে অতিরিক্ত সময়ের খেলা হবে, তারপর প্রয়োজনে টাইব্রেকার।
১৬ দলের টুর্নামেন্ট হওয়ায় কোপা আমেরিকায় দ্বিতীয় রাউন্ড নেই। গ্রুপ পর্ব শেষ সরাসরি কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, স্থান নির্ধারণী ও ফাইনাল।
শুক্রবার (৫ জুলাই) থেকে শুরু হচ্ছে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল। প্রথম দিন মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইকুয়েডর। সকাল সাতটায় শুরু হবে ম্যাচটি। পরের দিন অর্থাৎ শনিবার (৬ জুলাই) কানাডার মুখোমুখি ভেনেজুয়েলা। এ ম্যাচটিও শুরু হবে সকাল সাতটায়। রোববার কোয়ার্টার ফাইনালের বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে। এদিনের প্রথম ম্যাচে ভোর চারটায় পানামা-কলাম্বিয়ার বিপক্ষে লড়বে। আর কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে মাঠে দুই প্রতিপক্ষ ব্রাজিল ও উরুগুয়ে। এ ম্যাচটি সকাল সাতটায় শুরু হবে।