কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে কানাডা। এ ম্যাচের দল নির্বাচনে কঠিন সমস্যার মুখোমুখি পড়েছেন কোচ লিওনেল স্ক্যালোনি। বুধবার ভোরে ম্যাচের একাদশে পরিবর্তন আনতে পারেন আর্জেন্টিনা কোচ।
কোয়ার্টার ফাইনালে ডি মারিয়াকে মাঠে নামাননি আর্জেন্টিনা কোচ। সাইড লাইনে বসে দেখেছেন ম্যাচটি। তবে এ ম্যাচে লিওনেল মেসির সঙ্গে থাকবেন ডি মারিয়া। হুলিয়ান আলভারেজও কোয়ার্টার ফাইনালে প্রথম একাদশে ছিলেন না। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন। এ ম্যাচে হুলিয়ান আলভারেজকে প্রথম একাদশে দেখা যেতে পারে।
লিওনেল মেসি কোপা টুর্নামেন্টে ভালো করতে পারছেন না। ইনজুরির কারণে অনেকটা সাবধানতা অবলম্বন করে চলেছেন। তবে সেমিফাইনালে তার খেলা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন কোচ স্ক্যালোনি।
তিনি বলেন, মেসি ভালো আছে। আগের ম্যাচে কোনো সমস্যা ছাড়াই সে খেলা শেষ করেছে। কানাডার বিপক্ষে সে প্রথম একাদশে থাকবেন। মেসি ও ডি মারিয়া একসঙ্গে মাঠে নামবেন।
একাদশে গোলরক্ষক হিসেবে যথারীতি থাকছেন এমিলিয়ানো মার্টিনেজ। রক্ষণদুর্গ সামাল দেবেন ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নাহুয়েল মলিনা ও নিকোলাস তালিয়াফিকো।
মিডফিল্ডে খেলবেন রদ্রিগো দি পল ও অ্যালেক্সিস ম্যাক আলিস্টার। লিয়ান্দ্রো পারাদেস, জিওভান্নি লো সেলসো ও এজেকুয়েল পালাসিওসের মধ্যে স্কালোনি কাকে বেছে নেবেন, সেটাও বড় প্রশ্ন।
অন্যদের মধ্যে আর্জেন্টিনা দলে নিকোলাস গঞ্জালেসের জায়গায় দি মারিয়ার একাদশে ফিরছেন। ফরোয়ার্ড লাইনে মেসি ও দি মারিয়ার সঙ্গে দেখা যেতে পারে লাউতারো মার্টিনেজকে।