সোমবার মাঠে গড়াবে কোপার ফাইনাল

কোপা আমেরিকায় স্থান নির্ধারণী ম্যাচ শেষ। এখন অপেক্ষা ফাইনাল ম্যাচের। সোমবার সকাল ছয়টায় মায়ামি গার্ডেনসের হার্ড রক স্টেডিয়ামে আর্জেন্টিনা ও কলাম্বিয়ার ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে। ফাইনাল ম্যাচের এক আকর্ষণীয় অংশ হয়ে থাকবে পপ গায়িকা সাকিরার উপস্থিতি। বিরতির সময় তিনি দর্শক মাতাতে গান গাইবেন।

দক্ষিণ আমেরিকার ফুটবলে আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ বিশ্বব্যাপী ফুটবল ভক্তদের যতটা আকর্ষণীয় অন্য ম্যাচ ততটা নয়। তবে এবারের কোপায় কলাম্বিয়ার পারফরম্যান্স সকলকে অবাক করেছে। ফলে আর্জেন্টিনা-কলাম্বিয়া ম্যাচ আকর্ষণীয় হবেই বলা যায়। উভয় দল অপরাজিত হিসেবে ফাইনালে উঠেছে। আর্জেন্টিনা সবগুলো ম্যাচ জয়ের মাঝ দিয়ে উঠে আসলেও কলাম্বিয়া গ্রুপ পর্বে ব্রাজিলের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছিল।

দুই দলের মুখোমুখি লড়াইয়ে একচ্ছত্র আধিপত্য বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। সে বিচারে ফাইনাল ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী থাকার কথা আর্জেন্টিনার। কিন্তু সে উপায় নেই। ফাইনাল ম্যাচে নামার আগে দুই দলের মুখোমুখি শেষ পাঁচ লড়াইয়ে কেউ কাউকে পেছনে ফেলতে পারেনি। বরং কলাম্বিয়াকে এগিয়ে রাখা যায়। দুই দলের তিনটি ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়েছে। উভয় দল একটি করে জয় পেয়েছে। আর্জেন্টিনার পাওয়া জয়ে গোল ছিল ১-০। আর কলাম্বিয়া জয় পেয়েছিল ২-০ গোলে।

শুধু তাই নয়, এবারের কোপার পারফরম্যান্সেও কলাম্বিয়া এগিয়ে। তারা একডজন গোল করেছে। বিপরীতে আর্জেন্টিনার গোল সংখ্যা ৮। গোল হজমে অবশ্য কলাম্বিয়াকে পেছনে ফেলেছে আর্জেন্টিনা। কলাম্বিয়া দুই গোল হজম করেছে। আর্জেন্টিনার জালে বল স্পর্শ করেছে একবার।

বিরতির সময় শাকিরা গান গাইবেন। এ জন্য বিরতির সময় বাড়ানো হয়েছে। ১৫ মিনিটের পরিবর্তে ২০ মিনিট বিরতি পাবে খেলোয়াড়রা। এ বিষয়টি পছন্দ হয়নি কলাম্বিয়ার কোচ নেস্তর লরেঞ্জোর। তার মতে বিরতির সময়ে বেশি হওয়াতে খেলোয়াড়দের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলবে। লরেঞ্জো বলেন, আমার মনে হয় অনুষ্ঠানটি সবাই পছন্দ করবে। তবে আমার মতে ফুটবল খেলা ফুটবল খেলার মতই হওয়া উচিত। নিয়ম মতো ১৫ মিনিট বিরতি থাকা উচিত।

এবারের কোপা বিলম্বের জন্য শাস্তির কথা উল্লেখ করে লরেঞ্জো বলেন, শেষ ষোলোর লড়াইয়ের সময় দেরি হওয়াতে আমাদের জরিমানা গুনতে হয়েছে। কিন্তু এবার গান হবে, সে কারণে ২০ থেকে ২৫ মিনিট পর খেলা শুরু হবে। লম্বা বিরতি হওয়ায় খেলোয়াড়দের ওপর প্রভাব পড়বে।

আর্জেন্টিনার বিপক্ষে সম্ভাবনা সম্পর্কে লরেঞ্জো বলেন, আমরা আর্জেন্টিনাকে হারাবো। আমরা যদি ভালো খেলতে না পারতাম তাহলে এখানে আসতে পারতাম না। আর্জেন্টিনাকে হারাতে আমাদের সেরা খেলাটা খেলতে হবে।'

দলের অন্যতম তারকা হামেস রদ্রিগুয়েজের প্রশংসা করে লরেঞ্জো বলেন, এ টুর্নামেন্টে দারুণ খেলে চলেছে সে। আমরা ভাগ্যবান যে, সে ভালো খেলছে। দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে সে। সতীর্থরাও তাকে সহযোগিতা করছে। নিঃসন্দেহে কোপার অন্যতম সেরা খেলোয়াড় সে।

এদিকে আর্জেন্টিনা শিরোপা ধরে রাখার জন্য উন্মুখ হয়ে আছে। তা ছাড়া এ ম্যাচটি আর্জেন্টিনার সাম্প্রতিক সাফল্যের অন্যতম কারিগর আনহেল দি মারিয়ার শেষ ম্যাচ হতে যাচ্ছে। ফলে অধিনায়ক মেসি এ ম্যাচটিকে তার জন্য স্মরণীয় করে রাখতে সবকিছু করার প্রত্যয় ব্যক্ত করেছেন।