কান্নায় ভেঙে পড়লেন মেসি

এমনটা হয়তো কখনো চাননি মেসি। দল কোপা আমেরিকার ফাইনাল খেলছে আর অধিনায়ক হয়ে তিনি মাঠের বাইরে। ক্যারিয়ারের শেষ সময় এসে এমনটা মেনে নিতে পারলেন না। তাইতো মাঠের বাইরে বসে কান্নায় ভেঙে পড়লেন মেসি।

একাদশেই ছিলেন মেসি। তার নেতৃত্বেই মাঠে নেমেছিল আর্জেন্টিনা। প্রথমাধ্য খেলা শেষ করেছেন। দ্বিতীয়ার্ধেও খেলা শুরু করেছিলেন। কিন্তু ৬৬ মিনিটে হঠাৎ পুরানো ইনজুরি মাথাচাড়া দিয়ে ওঠায় আর মাঠে থাকতে পারলেন না। মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন তিনি। মাঠে বাইরে কান্নাকে নিয়ন্ত্রণ করতে পারেননি বিশ্বকাপ জয়ী এ অধিনায়ক।