প্যারিস অলিম্পিক ফুটবলের গ্রুপ পর্ব শেষ হয়েছে। এখন অপেক্ষা নক আউট বা কোয়ার্টার ফাইনাল পর্বের। এরই মধ্যে কোয়ার্টার ফাইনালে আট দল চূড়ান্ত হয়েছে। কে কার বিপক্ষে খেলবে তাও চূড়ান্ত হয়েছে। কোয়ার্টার ফাইনালে স্বাগতিক ফ্রান্স পেয়েছে আর্জেন্টিনাকে। ফ্রান্স ‘এ’ গ্রুপে চ্যাম্পিয় হয়েছে। আর আর্জেন্টিনা 'বি' গ্রুপে রার্নাস আপ।
টানা তিন ম্যাচ জয় পেয়ে স্বাগতিক ফ্রান্স কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করে। অন্যদিকে আর্জেন্টিনার শুরুটা হয়েছিল হার দিয়ে। মরক্কোর কাছে হারের ফলে তাদের কোয়ার্টার ফাইনালে খেলার পথ অনেকটা অমসৃণ হয়ে পড়েছিল। তবে শেষ দুই ম্যাচে যথাক্রমে ইরাক ও ইউক্রেনকে হারিয়ে তারা শেষ আটে খেলা নিশ্চিত করেছে।
মরক্কোর সমান পয়েন্ট হলেও আর্জেন্টিনাকে গ্রুপে রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়। পয়েন্ট সমান, গোল পার্থক্য সমান হওয়ায় মুখোমুখি লড়াইয়ে ফলে আর্জেন্টিনা পিছিয়ে পড়ে।
আর্জেন্টিনা-ফ্রান্স ম্যাচ। টুর্নামেন্টে আরো তিন কোয়ার্টার ফাইনাল ম্যাচের মতো নয় এটি। বরং টানটান উত্তেজনা লড়াইটিকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। ২০২২ সালের বিশ্বকাপের ফাইনাল ম্যাচের পর থেকে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার সমর্থকরা ফ্রান্সের খেলোয়াড়দের নিয়ে বাজে মন্তব্য করেছিল। শুধু তাই নয়, কোপা আমেকিরা জয়ের পর আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যে সম্পর্কের তিক্ততা নতুন মাত্রা পায়।
কোপা জয়ের পর আর্জেন্টিনার খেলোয়াড়রা বর্ণবাদ বিদ্বেষী মন্তব্য করেছিল। যার তদন্ত এখনো চলছে।
আর্জেন্টিনা দুইবারের অলিম্পিক চ্যাম্পিয়ন। ২০০৪ ও ২০০৮ সালের চ্যাম্পিয়ন তারা। অন্যদিকে ১৯৮৪ সালের চ্যাম্পিয়ন ফ্রান্স। ১৯৯৬ সালের পর এই প্রথম তারা গ্রুপ পর্ব পার হয়েছে আর্জেন্টিনা দলে বিশ্বকাপ খেলা তিন খেলোয়াড় রয়েছে। ফ্রান্স দলে বিশ্বকাপের কোনো খেলোয়াড়কে রাখা হয়নি।