প্যারিস অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালে যুক্তরাষ্ট্রকে উড়িয়ে সেমিফাইনালে পৌঁছেছে মরক্কো। তারা ৪-০ গোলে জয় পেয়েছে। প্রথমার্ধে মরক্কো ১-০ গোলে এগিয়ে ছিল। মরক্কোর হয়ে সাউফিয়ানে রাহিমি, পেন ইলিয়াস আখোমাখ, আচরাফ হামিকি ও মেহদি মাউহোব গোল করেন।
দ্বিতীয়বারের মতো অলিম্পিক ফুটবলে খেলতে এসে মরক্কোর বিপক্ষে কোনো প্রতিরোধই গড়তে পারেনি। পুরো ম্যাচে যুক্তরাষ্ট্র মাত্র একবারই মরক্কোর পোস্টে শট নিতে পেরেছে। তবে বল দখলের লড়াইটা তারা চোখে চোখ রেখে লড়াইয়ের চেষ্টা করেছে। মরক্কো যেখানে ৫৩ ভাগ সময় বলের দখল রাখে, সেখানে যুক্তরাষ্ট্র ৪৭ ভাগ সময় আধিপত্য করে।
মরক্কো তাদের শক্তির পরিচয়টা গ্রুপ পর্বেই দিয়েছিল। প্রথম ম্যাচেই তারা আর্জেন্টিনাকে হারিয়ে প্রতিপক্ষ দলগুলোকে সতর্কবাণী দিয়ে রেখেছিল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সেই দাপট তারা অব্যাহত রাখে।
২৯ মিনিটে সাউফিয়ানে রাহিমির গোলে মরক্কো ব্যবধান গড়ে নেয়। প্রথমার্ধে আর তারা গোল পায়নি। দ্বিতীয়ার্ধে একে একে তারা তিন গোল করে। ৬৩ মিনিটে পেন ইলিয়াস আখোমাখের পর ৭০ মিনিটে আচরাফ হামিকি গোল করেন। এছাড়া ইনজুরি সময়ের প্রথম মিনিটে পেনাল্টি থেকে গোল করে বড় জয় নিশ্চিত করেন মেহদি মাউহোব।