যুক্তরাষ্ট্রের পুরুষ ফুটবল দলের দায়িত্ব নিতে সম্মত হয়েছেন মাউরিসিও পচেত্তিনো। তবে এ ব্যাপারে এখনো কোনো চুক্তি হয়নি। যদিও সবকিছু চূড়ান্ত হয় তাহলেও চুক্তির জন্য অন্তত এ মাসের শেষ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
২০২৬ সালে বিশ্বকাপকে সামনে রেখে নতুন করে সব পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। তারই অংশ হিসেবে তারা পচেত্তিনোর হাতে দায়িত্ব তুলে দিতে চায়। আগামী ২৩ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশন (ইউএসএসএফ) এর সভা অনুষ্ঠিত হবে। সেখানেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
৫২ বছর বয়সী পচেত্তিনো বর্তমানে কোনো দায়িত্বে নেই। সমঝোতার মাধ্যমে চেলসি থেকে এ মৌসুমের শুরুতে সরে আসার পর তিনি কর্মহীন রয়েছেন। প্রাথমিক আলোচনার পর টটেনহাম হস্পার ও প্যারিস সেন্ট জার্মেইয়ের সাবেক কোচ যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন।
সবকিছু ঠিক থাকলে আগামী ৭ সেপ্টেম্বরে কানসাস সিটিতে কানাডার বিপক্ষে ম্যাচে যুক্তরাষ্ট্রের কোচ হিসেবে পচেত্তিনোকে দেখা যেতে পারে। তবে তার আগে কিছু সমস্যা রয়েছে পচেত্তিনোর। চেলসির সঙ্গে তার কিছু সমস্যা এখনো রয়ে গেছে। সে সব সমস্যার সমাধান না হলে তিনি নতুন কোনো চুক্তি করতে পারবেন না বলে একটা সূত্র জানিয়েছে।