ব্রাজিলের সাবেক তারকা ফুটবল রোনালদিনহোর ছেলে হোয়াও মেন্ডেস ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব বার্নলিতে যোগ দিতে যাচ্ছেন। এ ব্যাপারে বার্নলি প্রধান কোচ স্কট পারকার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ১৯ বছর বয়সী মেন্ডেস ক্লাবের সঙ্গে চুক্তির পর্যায়ে রয়েছে।
এদিকে ব্রাজিলের একটা পত্রিকা জানিয়েছে, এরই মধ্যে মেন্ডেসের সঙ্গে বার্নলির চুক্তি হয়েছে। প্রাথমিকভাবে দুই বছরের চুক্তি।
বার্নলি কোচ পারকার বলেন, এ মুহুর্তে চূড়ান্তভাবে বলার মতো কিছু হয়নি। আনুষ্ঠানিকভাবে কিছুই হয়নি, তবে উভয় পক্ষ চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে তা বলাই যায়। আমাদের কাগজপত্রের কিছু কাজ বাকি রয়েছে। সে সবের জন্য আমরা অপেক্ষা করছি।
এদিকে পারকার মেন্ডেসকে নিয়ে খুব বেশি লাফালাফি না করার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, তার বয়স অল্প। এ সময়ে তাকে নিয়ে বেশি লাফালাফি করলে তার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
মেন্ডেস ক্রুইজেইরো থেকে বার্সেলোনার তরুণ দলে যোগ দেন। বাবার পথ ধরে ২০২৩ সালে স্প্যানিশ ক্লাবটিতে আসেন তিনি। এই ক্লাবের অনুর্ধ্ব-১৯ দলের সদস্য ছিলেন।
রোনালদিনহো ব্রাজিলের অন্যতম তারকা খেলোয়াড় ছিলেন। ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়ে তার বড় অবদান ছিল। ২০০৫সালে তিনি ব্যালন ডি অর জয় করেন। বার্সেলোনার হয়ে দুইবার লা লিগা এবং ২০০৬ সালে চ্যাম্পিয়ন্স লিগ জয় করেন তিনি।