নতুন চ্যালেঞ্জ নিতে মাদ্রিদে এসেছি: আলভারেজ

দুই মৌসুম আগে যখন হুলিয়ান আলভারেজ ম্যানচেস্টার সিটিতে যোগ দেন তখন তার সঙ্গে ছয় বছরের চুক্তি হয়। সেই অনুসারে ২০২৮ সাল পর্যন্ত ম্যানসিটিতে খেলার কথা আলভারেজের। কিন্তু দুই বছর যেতে না যেতেই ম্যানসিটির সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন এই আর্জেন্টাইন। বিশ্বকাপ জয়ী এ তারকা যোগ দিয়েছেন স্প্যানিশ ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদে। নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য এই দল-বদল বলে জানিয়েছেন আলভারেজ।

শুক্রবার (১৬ আগস্ট) নতুন ক্লাবে যাওয়ার পর আলভারেজ বলেন, নতুন চ্যালেঞ্জ নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছিলাম। আমি নতুন চ্যালেঞ্জ খুঁজছিলাম। আমার বিশ্বাস অ্যাতলেতিকো মাদ্রিদ সেই চ্যালেঞ্জের জন্য সেরা স্থান। আমি এই ক্লাবকে সহায়তা করার জন্য এসেছি। একই সঙ্গে মৌসুমের সব ট্রফির জন্য লড়াই করতে চাই। এখানে আসতে পেরে আমি আনন্দিত।

আলভারেজ আরও বলেন, আমি অ্যাতলেতিকো মাদ্রিদের কোচ দিয়াগো সিমিওনির সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে এখানে আসার জন্য উৎসাহিত করেছেন। এখানে আমার লক্ষ্য হচ্ছে দলকে জয় পেতে সহায়তা করা, একই সঙ্গে দলকে সবার ‍উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করা।

২৪ বছর বয়সী আলভারেজ এরই মধ্যে ছয়টি ট্রফি জয় করেছেন। প্রিমিয়ার লিগে ম্যানসিটির হয়ে দুটো লিগ শিরোপা, একটি চ্যাম্পিয়ন্স লিগ। এছাড়া বিশ্বকাপ ও কোপা আমেরিকা রয়েছে।

ম্যানসিটির হয়ে গত মৌসুমে ৫৪ ম্যাচে তার গোল ১৯। কিন্তু প্রথম একাদশে জায়গা পেতে আর্লিং হালান্ডের সঙ্গে তাকে লড়তে হয়েছে।