লামিনে ইয়ামাল ও রবার্ট লেভানদোভস্কির গোলে বার্সেলোনা লা লিগায় টানা দ্বিতীয় জয় পেয়েছে। শনিবার নিজেদের মাঠে অনুষ্ঠিত খেলায় তারা অ্যাথলেতিকে ক্লাবকে ২-১ গোলে হারিয়েছে। প্রথমার্ধের খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিল।
ম্যাচে একচ্ছত্র আধিপত্য ছিল বার্সেলোনার। তবে অ্যাথলেতিকে নিয়মিত হুমকি তৈরি করছিল। বিশেষ করে ইনাকি ও নিকো উইলিয়ামস বার্সেলোনার জন্য আতঙ্ক হয়ে দেখা দিয়েছিল। যার ফলে বার্সেলোনা গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগানকে ব্যস্ত সময় পার করতে হয়েছে।
মূলত ইনজুরির কারণে বার্সেলোনা তাদের সেরা একাদশ সাজাতে হিমশিম খাচ্ছে। গাবি, রোনাল্ড আরাজাউ, ফ্রাঙ্কি ডি জং ইনজুরিতে ভুগছেন। তাছাড়া নতুন খেলোয়াড় ডানি ওলমোর এখনো কাগজ পত্রের কাজ শেষ হয়নি।
২৪ মিনিটে ইয়ামালের গোলে বার্সেলোনা এগিয়ে। তবে এগিয়ে থাকার স্বস্তি নিয়ে সাবেক চ্যাম্পিয়ন ক্লাবটি বিরতিতে যেতে পারেনি। তার আগে অ্যাথলেতিকে ম্যাচে সমতা ফিরিয়ে আনে। ওইহান স্যানচেট ৪২ মিনিটে পেনাল্টি থেকে গোলটি করেন। পাউ কুবার্সি অ্যাথলেতিকের অ্যালেক্স বারেনগুয়েরকে অবৈধভাবে বাধা দেওয়ায় পেনাল্টি পেয়েছিল তারা।
৭৫ মিনিটে লেভানদোভস্কির সামনে হঠাৎ গোলের সুযোগ চলে আসে। লেভানদোভস্কি সুযোগটি কাজে লাগাতে মোটেও ভুল করেননি। গোলরক্ষকের গায়ে বল লেগে বল ফিরে আসলে লেভানদোভস্কি সুযোগটি কাজে লাগাতে ভুল করেননি।
এ জয়ের মাঝ দিয়ে বার্সেলোনা দুই ম্যাচের দুটোতেই জয়ে পেল। এ মৌসুমে দ্বিতীয় দল হিসেবে শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে দলটি। তাদের পাশাপাশি সেল্টা ভিগোরও রয়েছে শতভাগ জয়। রিয়াল মাদ্রিদের অবশ্য শুরুটা ভালো হয়নি, প্রথম ম্যাচে তারা পয়েন্ট ভাগাভাগি করেছে।