নিজেদের মাঠে লিভারপুলের কাছে নাস্তানাবুদ ম্যানইউ

দিনে দিনে ম্যানচেস্টার ইউনাইটেডের ক্লাব থেকে যেন ঐতিহ্য খসে পড়ছে। পয়েন্ট হারানো তাদের নিত্য সঙ্গী হয়ে পড়েছে। রোববার (১ সেপ্টেম্বর) রাতে নিজেদের মাঠে লিভারপুলের কাছে বিধ্বস্ত হয়েছে সাবেক ঐতিহ্যবাহী দলটি। ৩-০ গোলে হেরেছে তারা। লুইস দিয়াজ জোড়া গোল করেছেন। অন্য গোলটি এসেছে মোহাম্মদ সালাহ'র পা থেকে।

তিন ম্যাচ শেষে ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থা পয়েন্ট টেবিলের তলানিতে বলা যায়। তিন ম্যাচের দুটোতে হেরেছে তারা। অন্যদিকে লিভারপুল তিন ম্যাচে শতভাগ জয় পেয়েছে। পয়েন্ট টেবিলে তারা দ্বিতীয় অবস্থানে। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।

ম্যাচের শুরু থেকেই লিভারপুল আধিপত্য নিয়ে খেলা শুরু করে। তারই ধারাবাহিকতায় প্রথমার্ধে তারা দুই গোলে এগিয়ে যায়। দুটো গোলই করেন দিয়াজ। প্রথমটি ৩৫ মিনিটে ও দ্বিতীয়টি ৪২। দুটো গোলের জন্য দায়ী করা যায় ব্রাজিলিয়ান তারকা কাসেমিরোকে। ফলে দ্বিতীয় গোল হজমের পরের মিনিটে তাকে কোচ মাঠ থেকে তুলে নেন।

বিরতির পর লিভারপুল আক্রমণভাগে আরো আগুন ছড়ায়। যারা ধারাবাহিকতায় মোহাম্মদ সালাহ ৫৬ মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করেন।

ম্যাচ শেষে ব্রুনো ফার্নান্দেজ বলেন, লিভারপুলের বিপক্ষে গোল হজমের জন্য একটা ভুলই যথেষ্ট। এ জন্য কারো দিকে আঙুল তোলার দরকার হয় না। কাউকে দোষারোপ করলে কোনো উপকার হবে না। যখন কোনো দল গোল হজম করে তখন একটা ভুলের দিকে তাকিয়ে লাভ হয় না। আমাদেরকে অতীতে তাকাতে হবে। আমাদের এখন পার্থক্য গড়ে তুলতে হবে। আমরা ম্যাচ হেরেছি, অভিনন্দন লিভারপুলকে। তারা ভালো খেলেছে।