আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল সাফল্যের মুকুটে একের পর এক পালক যোগ করে চলেছে। কোপা আমেরিকা, বিশ্বকাপ, ফিনালিসসিমা জয় করে নিজেদের অন্যরকম এক উচ্চতায় নিয়ে গেছে মেসিরা। একের পর এক সাফল্যের আনন্দে কেউ উদযাপনে সীমা ছাড়িয়েছে। তা নিয়ে কম ঝুঁকি পোহাতে হচ্ছে না আর্জেন্টিনাকে। তাইতো এবার দলটির কর্মকর্তারা আগেভাগে সতর্ক অবস্থানে। সমর্থকদের কোনো রকম নিয়ম বহির্ভূত কাজের সঙ্গে না জড়ানোর অনুরোধ করেছে তারা।
গত জুলাইয়ে কলাম্বিয়াকে হারিয়ে কোপা জয়ের উৎসবে শৃঙ্খলা বহির্ভূত কাজ করেছিলেন দলের খেলোয়াড় এঞ্জো ফার্নান্দেজ। এ কারণে কার্নান্দেজকে কঠিন এক সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে চিলির বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। এ ম্যাচে সমর্থকরা গ্যালারিতে আক্রমণাত্মক কোনো স্লোগান বা বর্ণ বিদ্বেষী কোনো শব্দ উচ্চারণের ব্যাপারে সতর্ক করে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মকর্তারা বলেছেন, যদি কোনো রকম বর্ণবিদ্বেষী আচরণ করা হয় তাহলে ফিফা আমাদের ওপর নিষেধাজ্ঞা দিতে পারে। নিজেদের মাঠের ম্যাচে দর্শক সংখ্যা সীমিত করে দিতে পারে।
চিলির বিপক্ষে নিয়ম বহির্ভূত কোনো কাজ হলেও আর্জেন্টিনা পরবর্তী ম্যাচে শাস্তির মুখে পড়বে। আগামী ১৫ অক্টোবর আর্জেন্টিনা বুয়েন্স আয়ার্সে বলিভিয়ার মুখোমুখি হবে। চিলির বিপক্ষে ম্যাচে কোনো শাস্তি পেলে বলিভিয়ার বিপক্ষে ম্যাচের কম দর্শক নিয়ে খেলতে হবে আর্জেন্টিনাকে।
বিশ্বকাপ বাছাই পর্বে বর্তমানে আর্জেন্টিনা পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে। ৬ ম্যাচ থেকে ১৫ পয়েন্ট নিয়ে দলটি শীর্ষে। উরুগুয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। তাদের সংগ্রহ ১৫ পয়েন্ট। চিলি ৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে। ৭ পয়েন্ট নিয়ে ব্রাজিলে রয়েছে ষষ্ঠ স্থানে।