ভুটানের বিপক্ষে আজও জয় চায় বাংলাদেশ

ভুটানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচে রোববার (৮ সেপ্টেম্বর) মাঠে নামছে বাংলাদেশ। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে।

দারুণ এক অবস্থানে থেকে বাংলাদেশ এ ম্যাচে মাঠে নামছে। দুই ম্যাচের এ সিরিজ জয় করতে করতে আজ বাংলাদেশ ড্র করলেই চলবে। প্রথম ম্যাচে জয়ের সুবাদে বাংলাদেশ সিরিজ এগিয়ে রয়েছে। তবে ড্র নয়, বাংলাদেশ জয়ের জন্য মাঠে নামবে।

এই সফরে বাংলাদেশের মূল লক্ষ্য ফিফা র‍্যাংকিংয়ে নিজেদের অবস্থার উন্নতি। সে জন্য আজকের ম্যাচে জয় বাংলাদেশকে ভালো অবস্থানে পৌঁছে দেবে। এতে করে আগামী মার্চে অনুষ্ঠিতব্য এশিয়া কাপের তৃতীয় রাউন্ডের বাছাইয়ে তিন নম্বর পটে স্থান করে নিতে পারবে।

র‍্যাংকিংয়ের উন্নতির লক্ষ্য প্রথম ম্যাচে কিছুটা পূর্ণ হয়েছে। এ প্রসঙ্গে বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূইয়া জানিয়েছেন, ইনশাআল্লাহ এ ম্যাচেও আমরা জয় পাব। ভুটান প্রথম ম্যাচে ভালো খেলেছে। তাদের নিয়মিত তিন চারজন খেলোয়াড় ছিল না। যারা ছিল তারা ভালো করেছে। আমরা যদি আজ ভালো খেলতে পারি আমাদের জয়ের সম্ভাবনা রয়েছে।

আজকের ম্যাচে বাংলাদেশ ফরোয়ার্ড রাকিব হোসেনকে পাবে না। প্রথম ম্যাচে তিনি গোড়ালিতে ব্যথা পেয়েছেন। ফলে এ ম্যাচে তাকে ছাড়াই খেলতে হবে বাংলাদেশকে।

বাংলাদেশের সহকারী কোচ হাসান আল মামুন বলেন, ভুটান এবার যে ফরমেশনে খেলছে তা একেবারে নতুন। তাদেরকে কখনো এভাবে খেলতে দেখেনি। তারা সাধারণ ৪-২-৩-১ ফরমেশনে খেলে। কিন্তু এবার তারা ব্যাকলাইননে পাঁচজন নিয়ে খেলছে। এটা একেবারেই ভিন্ন।