এবারও বাংলাদেশের ঘরোয়া ফুটবল লিগে আবাহনী লিমিটেডের হয়ে খেলার কথা ছিল জামাল ভূঁইয়ার। তবে পরিবর্তিত পরিস্থিতির কারণে শেষ মুহূর্তে তার আর আনুষ্ঠানিকভাবে দলভুক্ত হওয়া হয়নি। তবে এ নিয়ে জামাল বাফুফেতে আবেদন করেছেন যেন ধারে হলেও আবাহনী থেকে অন্য ক্লাবে খেলার সুযোগ করে দেওয়া হয়।
দুই দিন আগে আবাহনীর সঙ্গে চুক্তির বিষয়টি জানিয়ে বাফুফেকে একটা চিঠি দিয়েছেন জামাল।
জামাল চাইছেন আবাহনী যেন তাকে ধারে অন্য কোনও ক্লাবে খেলতে পাঠায়। এই মিডফিল্ডার বলেছেন, ‘আমি পরশু বাফুফেকে চিঠি দিয়েছি। আবাহনী আমাকে প্রথমে ৩০ শতাংশ কম টাকায় খেলতে বলেছিল। আমি রাজি ছিলাম। তারা চুক্তির কাগজপত্রও পাঠিয়েছিল। কিন্তু দলবদলের শেষ মুহূর্তে বর্তমান পরিস্থিতিতে পারিশ্রমিক আরও কমাতে বললে আমি রাজি হইনি। আমি এখন চাই, বাফুফে যেন আমাকে ধারে অন্য কোনও ক্লাবে পাঠাতে আবাহনীকে বোঝাতে সক্ষম হয়। আমার অন্য ক্লাব রেডি আছে। ছাড়পত্র পেলে এবার অন্য ক্লাবে খেলতে পারবো। কেননা আমি তো আবাহনীর সঙ্গে আগেই অনলাইনে চুক্তি করেছি।’
গত মৌসুমে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল থেকে লিগের দ্বিতীয় পর্বে আবাহনীতে যোগ দেন জামাল। তবে ৫ ম্যাচে মাঠে ছিলেন। ক্যারিয়ারে শেষের দিকে থাকলেও জামালের যুক্তি, ‘আমি মনে করি এখনও জাতীয় দল কিংবা ঘরোয়া ফুটবলে ৯০ মিনিট খেলার মতো ফিটনেস আমার আছে। আমি কেন জাতীয় দলের একাদশ থেকে বার বার বাদ পড়ছি, কেন বেশি সময় খেলতে পারছি না, সেটা আমি জানি না। কোচই ভালো বলতে পারবেন।'