লা লিগা

ইয়ামালের জোড়া গোলে বার্সেলোনার বড় জয়

লামিনে ইয়ামালের জোড়া গোলে লা লিগায় বড় জয় পেয়েছে বার্সেলোনা। রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে অ্যাওয়ে ম্যাচে তারা জিরোনাকে ৪-১ গোলে হারিয়েছে। ইয়ামালের পাশাপাশি গোল করেছে ডানি ওলমা ও পেদ্রি।

বার্সেলোনা এ জয়ে মাঝ দিয়ে টানা পঞ্চম জয়ের স্বাদ পেয়েছে। এবারের লিগে বার্সেলোনা একমাত্র দল যারা এখনো পর্যন্ত শতভাগ জয়ের কীর্তি ধরে রেখেছে। পাঁচ ম্যাচের পাঁচটিতেই জয় তাদের। ১৫ পয়েন্ট নিয়ে তারা রয়েছে শীর্ষে। দ্বিতীয় স্থানে রয়েছে যৌথভাবে অ্যাতলেতিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ, ও ভিয়ারিয়াল। তিনটি দলের সংগ্রহ ১১ পয়েন্ট। গোল পার্থক্যে অ্যাতলেতিকো মাদ্রিদ দ্বিতীয় স্থানে, তৃতীয় স্থানে রিয়াল মাদ্রিদ আর চতুর্থ স্থানে ভিয়ারিয়াল।

বার্সেলোনা উভয়ার্ধে দুটো করে গোল পায়। প্রথমার্ধের দুই গোল করেন ইয়ামাল। প্রথমটি ৩০ মিনিটে ও দ্বিতীয়টি ৩৭ মিনিটে। দ্বিতীয়ার্ধের শুরুতেই ওলমা বার্সেলোনাকে তিন গোলে এগিয়ে নেন। পেদ্রি গোল করেন ৬৪ মিনিটে। ম্যাচের শেষ বাঁশি বাজার ১০ মিনিটে আগে ক্রিশ্চিয়ান স্টুয়ানি ব্যবধান কমান।

বড় জয় পেলেও বার্সেলোনাকে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়তে হয়। কেননা শেষ সময়ে দলটির তারকা খেলোয়াড় ফেরান টরেস লাল কার্ড দেখে বহিষ্কৃত হন। জেরোনার ইয়াসের অ্যাসপ্রিলাকে বাজেভাবে চ্যালেঞ্জ করায় সরাসরি লাল কার্ড দেখেন।