উজবেকিস্তানে চলমান ফুটসাল বিশ্বকাপে শুভ সূচনা করেছিল ব্রাজিল। আগের দিন তারা ১০-০ গোলে উড়িয়ে দিয়েছিল কিউবাকে। পরের দিন গোল সংখ্যার প্রতিযোগিতায় নেমেছিল দক্ষিণ আমেরিকার আরেক দেশ আর্জেন্টিনা। গোল সংখ্যা ব্রাজিলকে টপকাতে পারেনি তারা। তবে বড় ব্যবধানেও তারা জয় পেয়েছে। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনকে ৭-১ গোলে হারিয়েছে।
আর্জেন্টিনার হয়ে জোড়া গোল করেছেন আরিয়েতা ও বোরুতো। একটি করে গোল করেছেন ব্রান্ডি, রোসাও বোলো আলেমানে। আর্জেন্টিনা গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলবে। আফগানিস্তান তাদের প্রথম ম্যাচে গ্রুপের অপর দল অ্যাঙ্গোলাকে ৬-৪ গোলে হারিয়েছে।
মোট ২৪টি দল ছয়ভাগে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রতি গ্রুপের শীর্ষ দুই দল পরবর্তী রাউন্ডে খেলবে। একই সঙ্গে চারটি গ্রুপ থেকে সেরা তৃতীয় হওয়া চারটি দল দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পাবে। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে নক আউট পর্ব বা দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে।