পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হলো ম্যানইউর

গত সপ্তাহে বার্নলিকে গোলবন্যায় ভাসিয়ে দিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ লিগ কাপের তৃতীয় রাউন্ডে ৭-০ গোলে জেতা দলটি প্রিমিয়ার লিগে ফিরে হতাশ করলো। শনিবার সেলহার্স্ট পার্কে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে গোলশূন্য ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করলো এরিক টেন হ্যাগের দল।

ম্যানইউ আধিপত্য বিস্তার করে খেলেছে। তবুও এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হলো তাদের। অবশ্য গত মৌসুমে প্যালেসের কাছে ১-০ ও ৪-০ গোলে হারের পর এই ফল কিছুটা হলেও তাদের তৃপ্তি এনে দিতে পারে।

টেন হ্যাগের দল জিতেই মাঠ ছাড়ার মতো খেলেছিল। কিন্তু দুটি সুবর্ণ সুযোগ নষ্ট হয় ক্রসবারের কারণে। প্রথমার্ধে কয়েক সেকেন্ডের ব্যবধানে আলেহান্দ্রো গারনাচো ও ব্রুনো ফের্নান্দেসের শট ক্রসবারে আঘাত করলে দুজনের চোখই কপালে উঠেছে।

অন্যদিকে ইউনাইটেড কিপার আন্দ্রে ওনানাকে প্রথমার্ধে সেভাবে কোনও পরীক্ষা দিতে হয়নি। তবে গত দুই ম্যাচ জয়ে অনুপ্রাণিত প্যালেস শেষ পর্যন্ত গোলের চেষ্টা করে গেছে। দ্বিতীয়ার্ধে ওনানা অবিশ্বাস্য ডাবল সেভে স্বাগতিকদের রুখে দেন। ডাইভ করে প্রথমে এডি এনকেতিয়াহর শট ফিরিয়ে দেন, তারপরই ফিরতি শটে ইসমাইলা সারের ভলি বাতাসে ভেসে থামান।

পাঁচ ম্যাচে প্রথম ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে এগারোতম ম্যানইউ। ৩ ড্রয়ে তিন পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে প্যালেস।