শিরোপা জয়ের প্রত্যাশা তাদের। তবে শুরুটা ভালো ছিল না। ইন্টার মিলানের সঙ্গে গোল শূন্য ড্র করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মিশন শুরু করেছিল ম্যানচেস্টার সিটি। তবে দ্বিতীয় ম্যাচে চ্যাম্পিয়নদের মতোই ঘুরে দাঁড়িয়েছে দলটি। ২০২৩ সালের চ্যাম্পিয়ন দল অ্যাওয়ে ম্যাচে স্লোভান ব্রাতিস্লাভাকে ৪-০ গোলে হারিয়েছে।
সাবেক চ্যাম্পিয়ন দলের হয়ে হয়ে ইলকে গুনডোগান, ফিল ফোডেন, আর্লিং হালান্ড ও জেমস ম্যাকটি গোল করেছেন।
ম্যানসিটি যে স্বস্তিদায়ক যে পেতে যাচেছ তা ম্যাচের শুরুতেই তারা বুঝিয়ে দিয়েছিল। ম্যাচের বয়স ১৫ মিনিট হতেই জোড়া গোলে এগিয়ে গিয়েছিল তারা। গুনডোগান অষ্টম মিনিটে এবং ফোডেন ১৫ মিনিটে গোল দুটো করেন। অন্য দুই গোল হয় দ্বিতীয়ার্ধে।
বার্সেলোনা থেকে আসার পর গুনডোগানের এটা ছিল প্রথম গোল। গত মৌসুমে ম্যানসিটির হয়ে ২৭ গোল করা ফোডেন ব্যবধান বাড়াতে মোটেও দেরি করেননি। ৫৮ মিনিটে হালান্ড তৃতীয় গোল করেন। ইউরোপিয়ান প্রতিযোগিতায় এটা ছিল তার ৪২তম গোল। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলে এটা ছিল তার ১১তম গোল। স্কোরশিটে নাম লেখানোর মাঝ দিয়ে এ ম্যাচে হালান্ড তার দায়িত্ব শেষ করেন। দুই মিনিট পর চলে যান বিশ্রামে।
এ ম্যাচে জয়ের মাঝ দিয়ে ম্যানসিটি চ্যাম্পিয়ন্স লিগে তাদের অপরাজিত থাকার ম্যাচের সংখ্যা পঁচিশে উন্নীত করেছে। রেকর্ড বইয়ে ম্যানইউয়ের পাশে স্থান করে নিয়েছে। ২০০৭ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত সময়ে স্যার অ্যালেক্স ফার্গুসনের অধীনে ম্যানইউ এ কীর্তি গড়েছিল।