ফিফা ফুটসাল বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দ্বিতীয় সেমিফাইনালে সাবেক চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ৩-২ গোলে ফ্রান্সকে হারিয়েছে। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে উঠলো আর্জেন্টিনা। শিরোপা নির্ধারণী ম্যাচে তারা চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে।
ফ্রান্স ও আর্জেন্টিনার ম্যাচটি দারুণ জমজমাট লড়াই হয়েছে। আক্রমণ আর প্রতি আক্রমণে ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছিল। উভয় দল একাধিক সুযোগ নষ্ট না করলে গোলের সংখ্যা বাড়তে পারতো।
আর্জেন্টিনা ও ব্রাজিল উভয় দলই সাবেক চ্যাম্পিয়ন। তবে ব্রাজিল পাঁচবার শিরোপা জয় করেছে, আর্জেন্টিনার শিরোপার সংখ্যা ১। ব্রাজিল সর্বশেষ শিরোপা জয় করেছে একযুগ আগে ২০১২ সালে। অন্যদিকে আর্জেন্টিনার শিরোপা জয়ের স্মৃতি বেশ উজ্জ্বল। ২০১৬ সালে তারা শিরোপা জয়ের উৎসবে মেতেছিল। সর্বশেষ আসরেও তারা ফাইনালে খেলেছিল। ফলে টানা তৃতীয়বারের মতো মেসির দেশ ফাইনালে খেলতে যাচ্ছে। এর আগে এ দলটি কখনো ফাইনালে উঠতে পারেনি। একবারই মাত্র সেমিফাইনালে খেলেছিল, ২০০৪ সালে।
ব্রাজিল তাদের সেমিফাইনাল ম্যাচে ৩-২ গোলে ইউক্রেনকে হারিয়ে ফাইনালে উঠেছে।