ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডের পতন অব্যাহত রয়েছে। রোববার (৬ অক্টোবর) রাতে অ্যাস্টন ভিলার সঙ্গে ড্র করেছে। ফলে কোচ এরিক টেন হাগের ওপর চাপটা আরও বেড়েছে।
পয়েন্ট টেবিলে ম্যানইউয়ের অবস্থা বেশ নাজুক। নিচের দিকে নামতে নামতে তারা এখন ১৪ নম্বরে এসে দাঁড়িয়েছে। সাত ম্যাচ থেকে তাদের সংগ্রহ মাত্র ৮ পয়েন্ট। সাত ম্যাচে মাত্র দুইবার তারা জয় নিয়ে মাঠ ছেড়েছে। প্রিমিয়ার লিগের ইতিহাসে সাত ম্যাচ শেষে ১৯৮৯-৯০ মৌসুমের পর ম্যানইউয়ের এটাই সবচেয়ে নাজুক অবস্থা। সে সময়ে অ্যালেক্স ফার্গুসনের প্রশিক্ষণকালীন দলটি সাত ম্যাচ শেষে ১৩তম স্থানে নেমেছিল। ফার্গুসনের ক্যারিয়ারে এটা ছিল সবচেয়ে লজ্জাজনক অবস্থা।
জয়ের একটা সুযোগ ম্যানইউয়ের সামনে এসেছিল ঠিকই। কিন্তু তারা সুযোগটি কাজে লাগাতে পারেনি। ৬৮ মিনিটের সময় ম্যানইউ অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজের নেওয়া একটা ফ্রি কিক ক্রসবারে লেগে ফিরে আসে। ফিরতি বল সহজেই গোলে পাঠাতে পারতেন অ্যান্টনি। কিন্তু সুযোগটি তিনি কাজে লাগাতে পারেননি।
এদিকে চেলসি নিজেদের মাঠে নটিংহাম ফরেস্টের কাছে পয়েন্ট হারিয়েছে। ১-১ গোলে ড্র হয়েছে। ফরেস্টের সঙ্গে ড্রতে চেলসি চতুর্থ স্থানে রয়েছে। সাত খেলায় তাদের পয়েন্ট ১৪।
দুর্ভাগ্য চেলসির। ম্যাচের শেষ ১২ মিনিটে একজন বেশি নিয়ে খেলার সুযোগ পেয়েও তারা সুবিধা করতে পারেনি।