উয়েফা নেশনস লিগ

স্পেনের কষ্টার্জিত জয়

উয়েফা নেশনস লিগে ডেনমার্কের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে স্পেন। শনিবার (১২ অক্টোবর) রাতে অনুষ্ঠিত ম্যাচে তারা ১-০ গোলে জয় পেয়েছে। ম্যাচের ৭৯ মিনিটে একমাত্র গোলটি করেন মার্টিন জুবিমেন্ডি।

গত জুলাইতে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে যে দলটি ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জয় করেছিল সেই দলে একাধিক পরিবর্তন এনে একাদশ সাজিয়েছিলেন স্পেন কোচ। সে ম্যাচের সাত খেলোয়াড় এ ম্যাচে না থাকলেও স্পেনের আধিপত্য ছিল স্পষ্ট। তবে খেলায় ফুটবলে গোলের দেখা পাওয়া কঠিন থেকে কঠিনতর হয়ে পড়ছিল। ডেনমার্ক দারুণভাবে স্পেনের সব আক্রমণ রুখে দিয়ে তাদের হতাশা বাড়িয়ে চলছিল। তবে ৭৯ মিনিটে তাদের সব প্রতিরোধ ভেঙ্গে স্পেন ব্যবধান গড়ে নেয়। মার্টিন জুবিমেন্ডি গোল করেন। জাতীয় দলের হয়ে এটা তার প্রথম গোল।

শুরু থেকেই ম্যাচ আধিপত্য করার পাশাপাশি গোল করার একাধিক সুযোগ পেয়েছিল স্পেন। আবার প্রতি আক্রমণে গোল হজমের শঙ্কায় পড়েছিল। বিশেষ করে কাসপার ডোলবার্গের দুটো চেষ্টা গোলরক্ষক ডেভিড রায়া দারুণ দক্ষতায় রুখে দেন।

এ জয়ের ফলে স্পেন তিন ম্যাচ থেকে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। ডেনমার্কের পয়েন্ট ৬। তৃতীয় স্থানে থাকা সার্বিয়ার পয়েন্ট ৪। সুইজারল্যান্ড এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি।

জয়ে অবদান রাখতে পেরে দারুণ খুশি জুবিমেন্ডি। তিনি বলেন, আমরা দারুণ খুশি। বিশেষ করে এমন একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে জয় আমাদেরকে সুবিধাজনক অবস্থায় পৌঁছে দিয়েছি। প্রথমার্ধে আমরা ভালো ফুটবল খেলতে পারিনি। তবে দ্বিতীয়ার্ধে আমরা আমাদের ভুলগুলো শুধরে নিতে সমর্থ হই।