বিশ্বকাপ বাছাই ফুটবল

পেরুর বিপক্ষে ব্রাজিলের বড় জয়

বিশ্বকাপ বাছাই ফুটবলে সমর্থকদের স্বস্তির এক জয় উপহার দিয়েছে ব্রাজিল। বাংলাদেশ সময় বুধবার (১৬ অক্টোবর) ভোরে নিজেদের মাঠে অনুষ্ঠিত ম্যাচে তারা ৪-০ গোলে পেরুকে হারিয়েছে। জোড়া গোল করেছেন রাফিনহা। দুটোই পেনাল্টিতে পাওয়া। অন্য দুই গোল করেন আন্দ্রেজ পেরেইরা ও লুইজ হেনরিক।

এ জয়ের ফলে ব্রাজিল পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে। ১০ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ১৬। সমান পয়েন্ট নিয়ে উরুগুয়ে তৃতীয় স্থানে। ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে থাকা কলাম্বিয়ার পয়েন্ট ১৯। পেরুর পয়েন্ট ৬। দশ দলের এ প্রতিযোগিতায় তাদের অবস্থান নবম। সবার নিচে রয়েছে চিলি। তাদের সংগ্রহ ৫ পয়েন্ট।

নিজেদের মাঠের এ খেলায় স্বাগতিক দলের একচ্ছত্র আধিপত্য ছিল। যার কারণে তারা অন্তত ১৮ বার গোল করার সুযোগ পেয়েছে। স্পষ্ট আধিপত্য ও গোল করার একাধিক সুযোগ পাওয়া সত্ত্বেও ব্রাজিলকে গোলের জন্য ৩৮তম মিনিট পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়েছে। হ্যান্ডবলের সুবাদে পাওয়া পেনাল্টি থেকে গোল করেন রাফিনহা।

দ্বিতীয়ার্ধের শুরুতে ওই রাফিনহার গোলে ব্রাজিল ২-০ গোলে এগিয়ে যায়। পেনাল্টিতে গোল করেন তিনি। সাভিনহোকে ফাউল করায় এ পেনাল্টি পেয়েছিল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। ৭২ ও ৭৪ মিনিটে পেরেইরা ও হেনরিক গোল করে ব্রাজিলের বড় জয় নিশ্চিত করেন।