চ্যাম্পিয়ন্স লিগ

অবশেষে জয়ের মুখ দেখলো এসি মিলান

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অবশেষে জয়ের দেখা পেয়েছে ইতালিয়ান ক্লাব এসি মিলান। মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে নিজেদের মাঠে অনুষ্ঠিত খেলায় তারা ক্লাব ব্রুগকে ৩-১ গোলে হারায়। তিন ম্যাচে এটা এসি মিলানের প্রথম জয়।

চ্যাম্পিয়ন্স লিগে সাতবারের জয়ী দল এসি মিলান প্রথম দুই ম্যাচে হারের তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছাড়ে। প্রথম ম্যাচে তারা লিভারপুলের কাছে বিধ্বস্ত হয়েছিল। ৩-১ গোলে হেরেছিল। পরের ম্যাচ বায়ার লেভারকুসেনের কাছে ১-০ গোলে হারে। টানা দুই হারের পিছিয়ে পড়া এসি মিলান এবার ফিনিক্স পাখির মতো জেগে ওঠে। প্রথমার্ধে এক গোল করে তারা। আর দ্বিতীয়ার্ধে মাত্র ১০ মিনিটের ব্যবধানে দুইবার প্রতিপক্ষের জালে বল ফেলে। ক্রিশ্চিয়ান পুলিসিক প্রথমে গোল করেন। পরে জোড়া গোল করেন টিজানি রেইন্ডার্স। চ্যাম্পিয়ন্স লিগে এটা ছিল পুলিসিকের দ্বিতীয় গোল। সব মিলিয়ে এ মৌসুমে মিলানের হয়ে সবচেয়ে বেশি গোল করেছেন তিনি। লিগে তিন গোলসহ তার মোট গোল পাঁচটি।

অবশ্য এ জয়ে ক্লাব ব্রুগরে অবদান কম নয়। কেননা অর্ধেকের বেশি সময় সফরকারী দলটি একজন কম নিয়ে খেলেছে। ৪০ মিনিটের সময় রাফায়েল ওনিদিকা লাল কার্ড দেখে বহিষ্কৃত হয়েছিলেন।

এসি মিলানের অবশ্য এবারের সময়টাও ভালো যাবে না। গত মৌসুমে তারা গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছিল। তিন ম্যাচ এক জয়ের পর তাদেরকে পরবর্তী ম্যাচে রিয়াল মাদ্রিদকে মোকাবেলা করতে হবে। আগামী ৫ নভেম্বর এ ম্যাচটি রিয়াল মাদ্রিদের মাঠে অনুষ্ঠিত হবে। অন্যদিকে ৬ নভেম্বর ক্লাব ব্রুগ খেলবে অস্ট্রিয়ার ক্লাব স্টার্ম গ্রাজের বিপক্ষে।