ম্যাচের আগে পয়েন্ট টেবিলে দুই দলের অবস্থান ভিন্ন মেরুতে। নাপোলি শীর্ষে আর লিস তলানিতে। ম্যাচ শেষেও একই অবস্থা। তবে মাঠের লড়াইয়ে ছেড়ে কথা বলেনি লিস। শিরোপা প্রত্যাশী নাপোলির সঙ্গে সমানতালে লড়ছে। শেষ পর্যন্ত তারা হেরেছে, তবে ব্যবধান মাত্র ১-০। ৭৩ মিনিটে জিওভান্নি ডি লোরেঞ্জোর গোলে জয় পায় নাপোলি।
৯ ম্যাচ শেষে ২২ পয়েন্ট নিয়ে নাপোলি শীর্ষে। সমান ম্যাচে মাত্র ৫ পয়েন্ট নিয়ে নিচের দিক থেকে দ্বিতীয় স্থানে লিস। এটা নিয়ে টানা চার ম্যাচে হারলো লিস। ৮ ম্যাচ থেকে ১৭ পয়েন্ট নিয়ে ইন্টার মিলান রয়েছে দ্বিতীয় স্থানে।
লিস তাদের সর্বশেষ ম্যাচে ফিওরেন্টিনার কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হয়েছিল। তাছাড়া এ মৌসুমে তাদের নামের পাশে একটা মাত্র জয়। এমন অবস্থায় নাপোলি সমর্থকদের প্রত্যাশা ছিল বড় জয়ের। কিন্তু নাপোলিকে মোটেও সমীহ করেনি লিস। নাপোলিকে গোলের তেমন সহজ সুযোগ তৈরি করতে দেয়নি তারা।
অন্যদিকে নাপোলি শীর্ষে থাকলেও তারা যে খুব একটা স্বস্তি রয়েছে তা নয়। সময়টা তাদের তেমন ভালো যাচ্ছে না। আগের ম্যাচ এম্পোলির বিপক্ষে জয় পেতে তাদের পেনাল্টির ওপর নির্ভর করতে হয়েছিল। এ ম্যাচেও গোলের জন্য তাদের যথেষ্ঠ লড়াই করতে হয়েছে।
প্রথমার্ধে ডি লোরেঞ্জোর একটা গোল রেফারি বাতলি করেন। ৭৩ মিনিট করা গোলটি থেকেও তার বঞ্চিত হওয়ার শঙ্কা জেগেছিল। তার প্রথম শট রুখে দিয়েছিলেন লিসের গোলরক্ষক। কিন্তু স্টাডিও দিয়াগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ফিরতি শটে গোল পান ডি লোরেঞ্জোর।