এএফসি চ্যালেঞ্জ লিগ

ইস্টবেঙ্গলের কাছে হেরে বসুন্ধরা কিংসের বিদায়

বসুন্ধরা কিংস আরেকবার প্রমাণ করলো ঘরের মাঠে যতই অপ্রতিরোধ্য হোক, বৈশ্বিক আসরে এখনও তারা নিজেদের হারিয়ে খুঁজছে। এএফসির প্রতিযোগিতায় ব্যর্থতার ধারাবাহিকতায় মঙ্গলবার (২৯ অক্টোবর) বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৫ বারের চ্যাম্পিয়নদের আরেকটি বিভীষিকাময় রাত কাটলো।

ভুটানের থিম্পুতে এএফসি চ্যালেঞ্জ লিগের দ্বিতীয় ম্যাচে ভারতের ইস্টবেঙ্গলের কাছে ৪-০ গোলে হেরে গেছে বসুন্ধরা কিংস।

কিংসের সাবেক কোচ অস্কার ব্রুজন ছিলেন ইস্টবেঙ্গলের ডাগআউটে। সাবেক শিষ্যদের এক হালি গোল দিয়ে প্রথম জয় তুলে নিলেন এই স্প্যানিশ।

৩০ সেকেন্ডে প্রথম গোল করে ৩৩ মিনিটের মধ্যে ৪-০ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। বসুন্ধরা কিংস প্রথম ম্যাচে হেরেছে লেবাননের নেজমেহ এফসির কাছে। ম্যাচ বাকি ভুটানের পারো এফসির বিপক্ষে। শেষ ম্যাচটি এখন শুধুই আনুষ্ঠানিকতার।