ফুটবলারদের মুখে হাত দিয়ে কথা বলার কারণ

খেলার মাঠে প্রায়ই দেখা যায় খেলোয়াররা সতীর্থ, কোচ বা শিষ্যদের সঙ্গে মুখে হাত দিয়ে কথা বলেন। কখনো কখনো দুই দলের খেলোয়াড়দের মধ্যে কিংবা খেলোয়াড় ও রেফারির মধ্যে এই রীতি মানতে দেখা যায়।

এ নিয়ে ফুটবলারদের বরাতে সংশ্লিষ্ট ও পরামর্শকদের মতামত অনুযায়ী যা জানা গেলো-

মাঠে বলা প্রায় প্রতিটি কথাই আসলে গোপনীয় ও গুরুত্বপূর্ণ। অবশ্য এভাবেও বলা যায় যে গুরুত্বপূর্ণ বলেই এই কথাগুলো গোপন। একজন কোচ যখন শিষ্যকে রণকৌশল বুঝিয়ে দেবেন, তখন সেটা প্রতিপক্ষ শুনে যাক বা ঠোঁটের নড়াচড়া দেখে বুঝে ফেলুক এটা তিনি চান না। অথবা রেফারির সঙ্গে কোনো বিষয় নিয়ে তর্কের সময় একজন খেলোয়াড় চাইবেন না, সাংবাদিকেরা তার কথা শুনে খবর তৈরি করুক। একসময় এসব নিয়ে মাথাব্যথা না থাকলেও বর্তমান সময়ে বিষয়টি নিয়ে সচেতনতা ব্যাপকভাবে বেড়েছে। টেলিভিশনে যদিও সেসব আলাপ শোনা সম্ভব নয়।

কিন্তু কেউ না কেউ ঠিকই লিপ রিড বা ঠোঁট পড়ার জন্য বসে থাকে। ঠোঁট পড়ার এই কাজ যেমন সংবাদমাধ্যমগুলো করে থাকে। একইভাবে প্রতিপক্ষ দলও অনেক সময় এই কাজ করে। 

আর এ কারণেই কথা বলার সময় হাতটা মুখের সামনে রাখতেই হয়। যাতে মাঠে যারা আছেন, তারা তো বটেই, যারা মাঠের বাইরে আছেন, তারাও যেন ঠোঁট পড়ে কিছু বুঝতে না পারেন।

তবে শুধু গোপনীয়তা রক্ষার জন্য মাঠে কথা বলার সময় মুখে হাত রাখা হয় তা নয়। এর পেছনে অনেক সময় ভিন্ন কারণও থাকে এবং সেটা বৈজ্ঞানিক। যেমন গ্যালারির শব্দের কারণে কথা বোঝা না গেলে মুখে হাত দিয়ে কথা বলেন খেলোয়াড়েরা। যাতে একজনের কথা ঠিকঠাক বাতাসে ভেসে অন্যজনের কাছে পৌঁছাতে পারে।