মিয়ানমারের বিপক্ষে অপরিবর্তিত একাদশ বাংলাদেশের

নারী এশিয়ান কাপ বাছাইয়ে আজ স্বাগতিক মিয়ানমারকে হারাতে পারলেই প্রথমবারের মতো এশিয়া কাপ ফুটবলের মূলপর্বে খেলার সুযোগ পাবে বাংলাদেশের মেয়েরা।

বুধবার (২ জুলাই) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় মিয়ানমারের ইয়াঙ্গুন স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। 

ম্যাচ শুরুর ঘণ্টা খানেক আগে সাধারণত একাদশ গণমাধ্যমে সরবরাহ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বুধবার গুরুত্বপূর্ণ ম্যাচের দুই ঘণ্টা আগেই ফেসবুক পেজে তারা একাদশ প্রকাশ করেছে। গত ২৯ জুন বাহরাইনের বিপক্ষে ৭-০ গোলে জয় পাওয়া একাদশই মূলত খেলবে আজ, অর্থাৎ অপরিবর্তিত দল নিয়ে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। 

ফিফা র‌্যাঙ্কিংয়ে মিয়ানমারের অবস্থান ৫৫। আক্রমণাত্মক খেলা দলটির বিপক্ষে বাংলাদেশের গোলপোস্ট অক্ষত রাখার দায়িত্ব দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক ঋতুপর্ণা চাকমার। রক্ষণে অধিনায়ক আফিদার সঙ্গী শিউলি আজিম ও শামসুন্নাহার। মিডফিল্ডে বাংলাদেশের প্রাণ মনিকা চাকমা। তার সঙ্গে আছেন মারিয়া, কোহাতি ও স্বপ্না রাণী। ফরোয়ার্ড পজিশনে ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন ও শামসুন্নাহার। 

কাগজে-কলমে মিয়ানমার এই ম্যাচে ফেভারিট। অতীত পরিসংখ্যানও স্বাগতিক দলটির পক্ষে। ২০১৮ সালে বাংলাদেশ ০-৫ গোলে হেরেছিল মিয়ানমারের বিপক্ষে। বছর ছয়েকের ব্যবধানে বাংলাদেশ দল অনেক পরিণত। সাম্প্রতিক সময়ে জর্ডান, বাহরাইন, ইন্দোনেশিয়ার মতো র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলের বিপক্ষে নিয়মিত পয়েন্ট আদায় করেছে। এতেই মিয়ানমারকে বধ কিংবা রুখে দিয়ে এশিয়া কাপে নাম লেখানোর সাহস সঞ্চার হয়েছে আফিদা-ঋতুপর্ণাদের।