ইন্টার মায়ামির নজরে এবার এমি মার্টিনেজ

লিওনেল মেসির ইন্টার মায়ামি ধীরে ধীরে পরিণত হচ্ছে যেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের পুনর্মিলনী মঞ্চে। সদ্য অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে রদ্রিগো ডি পলকে দলে নেওয়ার পর এবার ক্লাবটির নজর পড়েছে গোলরক্ষক এমিলিয়ানো ‘এমি’ মার্টিনেজের দিকে।

কানাডাভিত্তিক ফুটবল সংবাদমাধ্যম ‘ওয়েকিং দ্য রেড’ এক প্রতিবেদনে জানিয়েছে, ইন্টার মায়ামি এরই মধ্যে মার্টিনেজের সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করেছে।

মায়ামির প্রথম পছন্দের গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার সম্প্রতি শার্লট এফসি-তে ট্রান্সফার হয়েছেন। এতে ক্লাবটি একটি বড় অংকের জেনারেল অ্যালোকেশন মানি (GAM) পেয়েছে, যা তারা নতুন গোলরক্ষক আনার কাজে ব্যবহার করতে চায়। আর সেই তালিকার শীর্ষেই রয়েছে অ্যাস্টন ভিলার গোলরক্ষক মার্টিনেজের নাম।

৩২ বছর বয়সী এই আর্জেন্টাইন ২০২০ সালে আর্সেনাল থেকে অ্যাস্টন ভিলায় যোগ দেন এবং তারপর থেকেই দলের নির্ভরযোগ্য গোলরক্ষক হিসেবে নিজের জায়গা পাকাপোক্ত করেন। তবে ভিলার এবারের মৌসুমের প্রথম ম্যাচে নিউক্যাসলের বিপক্ষে তাকে দেখা যায়নি, যা তার সম্ভাব্য বিদায়কে ঘিরে গুঞ্জন আরও বাড়িয়েছে।

একাধিক গণমাধ্যম জানিয়েছে, মার্টিনেজের সম্ভাব্য ট্রান্সফার ফি হতে পারে ১৭ থেকে ৪০ মিলিয়ন ইউরো। যদিও অ্যাস্টন ভিলা স্পষ্ট করে দিয়েছে- প্রত্যাশিত মূল্য না পেলে তারা মার্টিনেজকে ছাড়বে না।

মেসির ইন্টার মায়ামি ইতিমধ্যেই একাধিক আর্জেন্টাইন তারকাকে দলে ভিড়িয়েছে। ডি পল, লিওনেল মেসি, আনহেল ডি মারিয়া, লিয়ান্দ্রো পারেদেসদের পর যদি মার্টিনেজও যোগ দেন, তবে এটি হবে এক প্রকার আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী শিবিরের পুনর্মিলনী।

চেজ স্টেডিয়ামে যদি মার্টিনেজ যোগ দেন, তবে তা শুধু মেসির জন্য নয়, পুরো এমএলএস-এর জন্যই হতে পারে এক বড় চমক।

মেসির সঙ্গে মাঠ ভাগ করে নেওয়া, একই জার্সিতে খেলার সুযোগ এবং দক্ষিণ ফ্লোরিডার বিশাল আর্জেন্টাইন সমর্থকগোষ্ঠীর সামনে খেলার সুযোগ— সবমিলিয়ে মার্টিনেজের জন্য মায়ামি হতে পারে ক্যারিয়ারের নতুন ও রোমাঞ্চকর অধ্যায়। এখন দেখার অপেক্ষা চূড়ান্ত সমঝোতায় পৌঁছায় কিনা দুই ক্লাব।