উত্তপ্ত কাঠমান্ডু, বাতিল হয়ে গেল বাংলাদেশ-নেপাল ম্যাচ

নেপালের রাজধানী কাঠমান্ডুতে ছাত্র-জনতার আন্দোলন সহিংস রূপ নেওয়ায় বাংলাদেশ-নেপাল দ্বিতীয় প্রীতি ম্যাচটি বাতিল করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় নেপাল সরকার ও দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও বিষয়টি নিশ্চিত করেছে। মঙ্গলবার ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সোমবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার কারফিউ জারি করে। এ কারণে বাংলাদেশ দলের অনুশীলন সেশনও বাতিল হয়ে যায়। বিকেল তিনটায় দশরথ রঙ্গশালায় অনুশীলনের সূচি থাকলেও শেষ মুহূর্তে জানানো হয় বাইরে যাওয়া নিরাপদ নয়।

দলের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব বলেন, ‘সোয়া দুইটার দিকে খেলোয়াড়রা লবিতে নেমে এসেছিলেন। কিন্তু ফেডারেশন থেকে জানানো হয় হোটেল থেকে বের হওয়া ঝুঁকিপূর্ণ। তাই অনুশীলন আর করা হয়নি।’

এর আগে দুপুরে টিম হোটেলেই অনুষ্ঠিত হয় ম্যাচপূর্ব সংবাদ সম্মেলন। তখন দুই দলের কোচ ও খেলোয়াড়রা নিজেদের প্রস্তুতির কথা জানান। তবে বাইরে তখনই থমথমে পরিস্থিতি বিরাজ করছিল, গুরুত্বপূর্ণ সড়কে জমায়েত হচ্ছিল হাজার হাজার বিক্ষোভকারী।

শুক্রবার থেকেই অস্থিরতার আভাস পাওয়া যাচ্ছিল নেপালে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের পর সরকারের বিরুদ্ধে ক্ষোভ বাড়তে থাকে। শিক্ষার্থীরা সোমবার রাজপথে নামার ঘোষণা দিয়েছিল, আর সেই আন্দোলনেই সহিংস পরিস্থিতি তৈরি হয়। শেষ পর্যন্ত তার প্রভাব পড়ল আন্তর্জাতিক ফুটবল অঙ্গনেও-বাতিল হয়ে গেল বাংলাদেশ-নেপাল দ্বিতীয় লড়াইয়ে।