এমবাপের জোড়া গোলে বিশ্বকাপে ফ্রান্স

বিশ্বকাপ বাছাইয়ে ইউরোপিয়ান অঞ্চলের ম্যাচে ইউক্রেনের বিপক্ষে সহজ জয় পেয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। পেশাদার ক্যারিয়ারের ৪০০তম গোলের পথে ফরাসি তারকা কিলিয়ান এমবাপে গতকাল (বৃহস্পতিবার) জালের দেখা পেলেন দু’বার। তার জোড়া গোলে ইউক্রেনকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ফ্রান্স। এর মধ্য দিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিটও নিশ্চিত হলো দলটির।

ম্যাচটি ড্র কিংবা জয় পেলেই বিশ্বকাপের টিকিট পাবে, এমন সমীকরণ নিয়ে ইউক্রেনের বিপক্ষে মাঠে নেমেছিল ফ্রান্স। একপেশে ম্যাচে ইউক্রেনকে নিয়ে ছেলে খেলা করেছে এমবাপ্পেরা।

তারকার ঝলক আর গোলের চেইন—সব মিলিয়ে ফ্রান্স দেখাল কেন তারা বিশ্বকাপের অন্যতম ফেভারিট। ইউক্রেনের হতাশার রাতে ফরাসিরা পেল দারুণ উৎসবের উপলক্ষ।

ম্যাচের প্রথমার্ধে একাধিক সুযোগ পেয়েও প্রতিপক্ষের গোলকিপারের দৃঢ়তায় গোল করতে পারেনি ফ্রান্স। তবে দ্বিতীয় হাফে চারটি গোল করে তারা। গোলের খাতা খোলেন কিলিয়ান এমবাপ্পে। ৫৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন তিনি। ৭৬ মিনিটে অলিসে গোল করলে অনেকটা ফ্রান্সের জয় নিশ্চিত হয়ে যায়।

৮৩ মিনিটে নিজের দ্বিতীয় এবং ফ্রান্সের তৃতীয় গোলটি করেন এমবাপ্পে। ফ্রান্সের হয়ে ৯৪ ম্যাচে এমবাপ্পের গোল হলো ৫৫টি, সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁতে তার দরকার আর দুটি গোল। ৫৭ গোল নিয়ে চূড়ায় আছেন অলিভিয়ে জিরুদ।

নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে স্কোরশিটে নাম তোলেন দ্বিতীয়ার্ধে বদলি নামা একিটিকে।