গ্রীন ডেল্টা ইন্সুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে দারুণ এক জয় পেয়েছে ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব। রোববার (১৪ এপ্রিল) রাজধানীতে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় মোহামেডানকে ৩-২ গোলে হারায় মেরিনার্স।
সোহানুর রহমান সবুজের হ্যাটট্রিকে এ জয় তুলে নেয় মেরিনার ইয়াংস। মোহামেডানের হয়ে কোরিয়ান ঝ্যাং ঝং ও রাসেল মাহমুদ জিমি একটি করে গোল করেন। এই জয়ে লিগ জমিয়ে তুলল মেরিনার্স। মোহামেডানের সঙ্গে পয়েন্ট ব্যবধানও কমিয়ে আনল তারা। ১৩ খেলায় মোহামেডানের সংগ্রহ ৩২ পয়েন্ট। সমান সংখ্যক ম্যাচে মেরিনার্সের সংগ্রহ ৩১ পয়েন্ট।
এ ম্যাচের আগ পর্যন্ত লিগে মোহামেডান অপরাজিত ছিল। এ ম্যাচে জয় পেলেই তারা শিরোপার খুব কাছে পৌঁছে যেত। হারের ফলে শিরোপার পথটা খুবই কঠিন হয়ে পড়েছে। সামনে মোহামেডানের দুটো ম্যাচ বাকি। আর দুটো ম্যাচেই তাদের জয় পেতে হবে।