আর্চারি ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি ঘোষণা

সরকার পরিবর্তনের পর বিভিন্ন ফেডারেশনের কমিটি ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। সংস্কারের অংশ হিসেবে সব ফেডারেশনে অ্যাডহক কমিটি গঠন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে আর্চারি  ফেডারেশনের বর্তমান কমিটি ভেঙে নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে  ১৯ সদস্যের অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়।

আর্চারি ফেডারেশনের সভাপতি হিসেবে কমিটিতে আছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেসুর রহমান। সহ সভাপতি হিসেবে আছেন ব্রিগেডিয়ার জেনারেল তুষার কান্তি চাকমা (অব.) ও  মালিক মোহাম্মদ সাইয়িদ। ফেডারেশনের প্রতিষ্ঠাতা কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল রয়েছেন সাধারণ সম্পাদক হিসেবে।  

এছাড়া কমিটিতে সাবেক আর্চার ইমদাদুল হক মিলনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সিটি গ্রুপের ব্র্যান্ড ম্যানেজার রুবায়েদ আহমেদকেও সদস্য হিসেবে রাখা হয়েছে কমিটিতে।