সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে করতে অনেক সময় এমন কিছু ছবি চোখে পড়ে, যেগুলো এক নজরে বোঝা যায় না। কখনো একটি ছবি একাধিক রূপে ধরা দেয় যাকে বলা হয় অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম। মজার এসব ছবিই এখন নতুন করে আলোচনায়, কারণ অনেকেই মনে করছেন এই দৃষ্টিভ্রম মানুষের মন-মানসিকতা ও ব্যক্তিত্ব সম্পর্কে ইঙ্গিত দিতে পারে।
সম্প্রতি এমনই একটি দৃষ্টিভ্রম ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবিটি দেখলে কারও চোখে প্রথমে ভেসে ওঠে একটি গাছ, আবার কারও চোখে ধরা পড়ে একটি সিংহের মুখ। মনোবিশ্লেষকদের মতে, ছবিতে প্রথম যে বিষয়টি নজরে আসে, তা থেকেই বোঝা যেতে পারে মানুষ আপনাকে প্রথম দেখায় কেমনভাবে মূল্যায়ন করে।
প্রথমে যদি চোখে পড়ে গাছ
ছবিতে যদি প্রথমেই গাছের ডালপালা, পাতা কিংবা প্রকৃতির অবয়ব নজরে আসে, তাহলে ধারণা করা হয় আপনি একাকিত্ব পছন্দ করেন। ভিড় বা অতিরিক্ত সামাজিকতায় খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ করেন না। নিজের মতো করে সময় কাটাতে ভালোবাসেন এবং ঘরকেন্দ্রিক জীবনযাপনেই স্বস্তি পান।
মানুষ প্রথম দেখায় আপনাকে বন্ধুবান্ধবসুলভ মনে করলেও, ধীরে ধীরে তারা বুঝতে পারে আপনি একটু সংরক্ষিত স্বভাবের। খুব সহজে নিজের অনুভূতি প্রকাশ করেন না এবং সবার সঙ্গে সমানভাবে মিশে যান না।
প্রথমে যদি চোখে পড়ে সিংহ
অন্যদিকে, যদি ছবিতে প্রথমেই আপনার চোখে সিংহের মুখ ধরা পড়ে, তাহলে আপনাকে অনেকেই প্রথম দেখায় গম্ভীর বা রহস্যময় বলে মনে করতে পারে। সাধারণত মনে করা হয়, আপনি দূরত্ব বজায় রাখতে পছন্দ করেন এবং খুব বেশি কথা বলেন না।
তবে যারা সময় নিয়ে আপনাকে চেনে, তারা বুঝতে পারে আপনি আসলে প্রাণবন্ত, রসবোধসম্পন্ন এবং ঘনিষ্ঠদের কাছে বেশ বন্ধুসুলভ একজন মানুষ।
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের দৃষ্টিভ্রম ছবি বৈজ্ঞানিকভাবে নিশ্চিত ব্যক্তিত্ব নির্ধারণ না করলেও, মানুষের ভাবনা ও আত্মবিশ্লেষণে একটি মজার দৃষ্টিভঙ্গি যোগ করে। তাই এসব ছবি এখন বিনোদনের পাশাপাশি আত্মপরিচয়ের এক নতুন মাধ্যম হিসেবেও জনপ্রিয় হয়ে উঠছে।