কুকুরের তাড়ায় লেজ গুটিয়ে পালালো বাঘ

কথায় আছে একের লাঠি দশের বোঝা। চিতাবাঘ-জংলি কুকুর কান্ডে এমন প্রবাদের বাস্তব প্রতিচ্ছবি এবার ক্যামেরায় ধরা পড়েছে। শিকার করতে গিয়ে শেষ পর্যন্ত পালাতে হয়েছে বাঘটিকে। জংলি কুকুর দলবদ্ধ হয়ে শিকারী বাঘকেই শিকার করছিল আরেকটু হলে। সম্প্রতি এক ভাইরাল ভিডিওতে এমনটিই দেখা গেছে।  

ভিডিওতে দেখা যায়, জঙ্গলের ভিতরে বেশ কয়েকটি জংলি কুকুর ঘুমিয়ে রয়েছে। সেখানে নিঃশব্দে হাজির হয় একটি চিতাবাঘ। চোখের সামনে অসতর্ক শিকার দেখে চোখ চকচক করে ওঠে বাঘটির। এর পরেই পা টিপেটিপে শিকারের দিকে এগোতে দেখা যায় বাঘটিকে।

এ সময় হঠাৎ ঘুম ভেঙে যায় একটি কুকুরের। ওই কুকুর দ্রুত বাকিদের ডেকে তোলে। এর পরেই পালটা চিতাবাঘকে তাড়া করে জংলি কুকুরের দল। দলবদ্ধ হামলায় প্রাণ বাঁচিয়ে পালাতে বাধ্য হয় বাঘটি। এই ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। সূত্র: ইন্ডিয়া টুডে, নিউজ ১৮।