নিশ্চিত মৃত্যু একেবারে সামনে আসার পর অলৌকিকভাবে পৃথিবীতে আছেন মার্কিন যুক্তরাষ্ট্রের এক যুবক। যুবকের মাথায় এক ধরনের ভয়ঙ্কর সংক্রমণ হয়। স্টাফ ইনফেকশন অর্থাৎ ত্বকে তৈরি হওয়া সংক্রমণ যুবকের মাথার খুলি দখল করে নিয়েছিল। চিকিৎসকরা একবার নয়, তিনবার মাথার খুলি পরিবর্তন করে সফল হয়েছেন।
যুবকের নাম ব্রেন্ডন অ্যালেকজান্ডার (২২)। তার বাড়ি নিউ ইয়র্কে। চিকিৎসকরা জানিয়েছেন, ব্রেন্ডনকে যখন হাসপাতালে নিয়ে আসা হয় তখন একেবারে মৃত্যুর মুখে দাঁড়িয়েছিল। আসলে অতীতে মাথায় একটি অস্ত্রোপচারের সময় ফ্লুইড জমে যাওয়ার ফলে যুবকটি ভয়ঙ্কর সংক্রমণে আক্রান্ত হয়।
চিকিৎসা বিজ্ঞানে এটি হচ্ছে স্টাফ ইনফেকশন। অর্থাৎ ত্বকে তৈরি হওয়া সংক্রমণ মাথার খুলির পুরোটাই দখল করে নিয়েছিল। এমন অবস্থায় বেঁচে ফেরাটা অলৌকিক ছাড়া আর কিছুই নয়। সুস্থ হওয়ার পর ব্রেন্ডন বলেছেন, তিনি ২০১৯ সালে মাথায় আঘাত পেয়েছিলেন। এর ফলে সপ্তাহ খানেক স্মৃতিশক্তি লোপ পেয়েছিল। একাধিক অস্ত্রোপচার করাতে হয়েছে।
ব্রেন্ডনের মাথায় ২০২৩ সালে সর্বশেষ অস্ত্রোপচার করা হয়। আর সেই অস্ত্রোপচারের পরই তিনি স্টাফ সংক্রমণের কবলে পড়েন। এতে করে নিজের হৃদস্পন্দনও কয়েকগুণ জোরে শুনতে পেতেন তিনি। কিন্তু তার মাথার খুলির একটা বড় অংশ সরিয়ে সেই সমস্যার অনেকটাই সমাধান করেছেন চিকিৎসকরা। তবে আপাতত মাথার খুলি ছাড়াই আছেন ব্রেন্ডন! একটি অস্থায়ী প্লেট লাগানো রয়েছে তার মাথায়। আগামী এপ্রিলে আবার অস্ত্রোপচার হলে তিনি মাথার নতুন খুলি পাবেন। তবে বর্তমানে ভালোই আছেন ব্রেন্ডন। সূত্র: দ্য মিরর, মেট্রো ইউকে।