বড় ভাইয়ের বিয়ে, পালালেন ছোট বোন

ভারতের বিহার রাজ্যে বড় ভাইয়ের বিয়ের অনুষ্ঠানের ছবি তোলার জন্য ভাড়া করা হয় এক ক্যামেরাম্যানকে। সেই অলোকচিত্রীর সাথে পালালেন বরের ছোট বোন। এখন পর্যন্ত খোঁজ মেলেনি পলাতক যুগলের। এ ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছে তরুণীর পরিবার। 

পুলিশ সূত্রে জানা গেছে, চাঞ্চল্যকর ঘটনাটি গত ৬ মার্চের। পারিশ্রমিকের বিনিময়ে ক্যামেরাম্যান যুবকের সঙ্গে চুক্তি হয়েছিল। সেই মতো বিহারের মুজফ্ফরপুর জেলার চাঁদওয়ারাঘাট দামোদরপুর গ্রামে বিয়েবাড়িতে হাজিরও হয়েছিল অলোকচিত্রী। কাজও করছিলেন তিনি। কিন্তু ভাইয়ের বিয়ের ছবি তুলতে তুলতেই বোনের সঙ্গে ঘনিষ্টতা। অভিযোগ, ওই বিয়ের অনুষ্ঠান থেকেই ক্যামেরাম্যান যুবকের হাত ধরে পালায় বোন।

তরুণীর বাবা পুলিশকে জানিয়েছেন, ৬ মার্চে বিয়ের অনুষ্ঠান থেকেই মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছিল ক্যামেরাম্যান। মেয়ের খোঁজে যুবকের বাড়িতেও গিয়েছিলেন তিনি। যদিও তাকে বাড়িতে পাওয়া যায়নি। এদিকে বিহার পুলিশ জানিয়েছে, মোবাইল ফোন ট্র্যাক করে যুগলের খোঁজ চালানো হচ্ছে। সূত্র: এনডিটিভি, টাইমস নাউ।