সর্বনাশা ফোনে সবজির বদলে ফ্রিজে সন্তান!

মোবাইল ফোনে কথা বলায় ভীষণ ব্যস্ত মা। সামনে সন্তান হামাগুড়ি দিচ্ছে। সবজি ফ্রিজে রাখার বদলে মোবাইল ফোনে মা অনবরত কথা বলেই যাচ্ছেন। এক পর্যায়ে কথা বলতে বলতে ফ্লোর থেকে সবজির পরিবর্তে ছোট্ট সন্তানকে হাতে নিয়ে ফ্রিজের ভেতরে রেখে দরজা বন্ধ করেন!

ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে। মোবাইল ফোনের আসক্তি কতটা বিপদ ডেকে আনতে পারে সেটি ফুটে উঠেছে সন্তানকে ফ্রিজে রাখার ঘটনায়। বাসায় থাকা সিসি ক্যামেরায় পুরো ঘটনা রেকর্ড হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, মোবাইল ফোনে একটানা কথা বলায় থাকা মা সবজির বদলে কোলের সন্তানকেই ফ্রিজে ঢুকিয়ে রাখেন!

ভাইরাল ভিডিওতে দেখা যায়, নিজের বাসায় এক তরুণী মা ও তার সন্তানকে। শিশুসন্তান ফ্লোরে আপন মনে খেলছে। মোবাইল ফোনে মা কথা বলতে বলতেই সন্তানের দেখভাল করছেন। এর মধ্যেই ফোন রেখে তিনি সবজি কাটতে ব্যস্ত হন। এর পরই ঘটে বিপজ্জনক ঘটনা। ফোনের নেশায় মশগুল মা সবজির বদলে সন্তানকে ফ্রিজের ভেতরে ঢুকিয়ে দেন।

পর মুহূর্তেই বাসায় আসেন শিশুর বাবা। সন্তান কোথায়, জানতে চান স্ত্রীর কাছে। এতেই টনক নড়ে মায়ের। দুজনে মিলে বাসায় তন্ন তন্ন করে খুঁজতে শুরু করেন। কিন্তু তারা বাসার কোথাও সন্তানকে পাননি। শেষ পর্যন্ত ভয়ঙ্কর ঠান্ডা ও শ্বাসকষ্টে শিশুটি মরণকান্না কেঁদে উঠলে ফ্রিজ থেকে উদ্ধার করা হয় তাকে।

এই ঘটনাটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, মোবাইল ফোন কীভাবে মানুষের স্বাভাবিক জীবনকে ধ্বংস করছে। যেখানে দায়িত্বজ্ঞান তো বহু দূর, যুক্তিবুদ্ধিরও অস্তিত্ব থাকছে না। ফোন কি মানুষের জন্য এতটাই জরুরি হতে পারে, যেখানে ভুলবশত মা তার সন্তানের মৃত্যুর কারণ হয়ে উঠছেন। ভিডিও দেখার পর সবার মনে এই প্রশ্ন এসেছে। সূত্র: ইন্ডিয়া ডটকম, নিউজ ১৮।