বাঘের দাঁতে হাড় আটকানো চিকিৎসার ভিডিও ভাইরাল

সামাজিক যোগাযোগামাধ্যমে প্রাণীদের অনেক ভিডিও ভাইরাল হয়। কিন্তু কিছু ভিডিও সবাইকে অবাক করেন। সদ্য এমনই একটি ভিডিও মাইক্রো ব্লগিং সাইট এক্সে ভাইরাল হয়েছে। যে ভিডিও দেখলে রীতিমতো সবাই অবাক হবেন। বাঘের দাঁতে একটা বড় হাড় আটকে আছে। বাঘকে ত্রাণ দিতে পশু চিকিৎসকের সাহায্য নিতে হয়। কিন্তু এই ভাইরাল হওয়া ভিডিওটি বেশ ভয়ংকর।

এই ভাইরাল হওয়া ভিডিওতে দেখবেন অনেকেই বাঘ ধরেছে। আপনি স্পষ্ট দেখতে পাবেন বাঘের দাঁতে একটি বড় হাড় আটকে আছে। এটি অপসারণ করতে, কোন চিকিৎসা সরঞ্জাম ব্যবহার করা হয়নি তবে একটি হাতুড়ি ব্যবহার করা হয়েছিল।

হাতুড়ি দিয়ে কয়েকবার আঘাত করার পর বাঘ স্বস্তি পায়। এত বড় কিছু যদি দাঁতে এভাবে আটকে যায়, তাহলে তা বোবা প্রাণী হলেও যে কারোরই সমস্যা হবে। ভাইরাল হওয়া ভিডিওটি শেয়ার করার সময় ক্যাপশনে লেখা হয়েছে- ভেট (পশুচিকিৎসক) বাঘের দাঁতে আটকে থাকা হাড় সরিয়ে নিচ্ছেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, নিউজ ১৮। 

নিচে ভিডিওটি দেখুন