পিরামিড নিয়ে রহস্যের অন্ত নেই। প্রতিনিয়তই অনেকে এই অদ্ভুত স্থাপত্য নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন। উদ্দেশ্য একটাই, কীভাবে তৈরি হয়েছিল পিরামিড তার সঠিক কারণ খুঁজে বের করা। এর আগে এই নিয়ে নানা তত্ত্ব সামনে এসেছে। কেউ কেউ দাবি করেছেন এমনটা মানুষের কাজ হতেই পারে না। তাহলে কী ভিনগ্রহীরা পিরামিড গড়েছিল?
পিএলওএস ও এনই নামের একটি সাময়িকীর প্রকাশিত গবেষণা ইঙ্গিত করছে অন্যদিকে। গবেষকদের দাবি, সাক্কারায় অবস্থিত স্টেপ পিরামিড তৈরি করতে হাইড্রোলিক ইঞ্জিনিয়ারিং কাজে লাগিয়েছিলেন মিশরীয়রা। পিরামিডটি আনুমানিক সাড়ে ৪ হাজার বছর আগে তৈরি করা হয়। তখন হয়ত মিশরীয়রা হাইড্রোলিক ইঞ্জিনিয়ারিংয়ের নাম জানতেন না। আশপাশের জলাশয় কাজে লাগিয়ে হাইড্রোলিক লিফট তৈরি করেছিলেন তাঁরা। তা ব্যবহার করে পাথরের চাঁই পরপর বসানো হয়েছিল।
আসলে পিরামিড তৈরি নিয়ে সবসময়ের মতো মূল প্রশ্ন ছিল, এত উঁচুতে পাথরের বড় টুকরো পৌঁছাল কীভাবে?
গবেষকরা বলছেন, হাইড্রোলিক লিফট ব্যবহার করলে এমনটা করাই যায়। আর প্রকাশিত গবেষণায় বিশেষজ্ঞদের মত, একাধিক পিরামিড তৈরি হয়েছিল ওইভাবে, শুধু একটি নয়।
তবে এই গবেষণাই চূড়ান্ত এমনটা দাবি করতে নারাজ সকলে। কারণ এই যুক্তির পালটা প্রশ্ন উঠতেই পারে। সেক্ষেত্রে নতুন করে ভাবতে হবে।