বিশ্বের সবচেয়ে মোটা বিড়াল ক্র্যাম্বসের মৃত্যু হয়েছে। গত শনিবার রাশিয়ার একটি হাসপাতালের বেসমেন্ট থেকে তার দেহ উদ্ধার করা হয়েছে।
সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ক্রশিক নামের বিড়ালটির (রুশ ভাষায় ক্র্যাম্বস) ওজন দাঁড়িয়েছিল ১৭ কেজিতে। প্রতিনিয়ত তাকে খাওয়ানো হতো স্যুপ, হুইস্কি এবং বিস্কুট। একপর্যায়ে ওজন কমাতে ডায়েট সেন্টারে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে ৩ কেজির বেশি ওজন কমানোর পর হঠাৎ মৃত্যু হয়েছে তার।
বিড়ালটির মালিক গালিয়ানা মোর জানান, আমরা বিষয়টা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছি। বোঝার চেষ্টা করছি ঠিক কোন কারণে মৃত্যু হল ক্র্যাম্বসের। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে হলে অপেক্ষা করতে হবে।
মার্কিন সংবাদমাধ্যমের দাবি, শরীরের অভ্যন্তরে প্লীহা বা অন্য কোনও অঙ্গে ক্যানসার হয়েছিল তার। ছিল বিপজ্জনক টিউমার। কিন্তু ক্র্যাম্বসের পুরু চর্বির আড়ালে কোথায় সেই টিউমার ছিল তা জানা যায়নি স্ক্যান করেও। এমনিতে সে সুস্থই ছিল। আচমকাই শুরু হয় শ্বাসকষ্ট। এরপরই তার মৃত্যু হয়। মাল্টি অর্গ্যান ফেলিওরের কারণেই সে মারা গিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ডায়েট সেন্টারের মালিক দুঃখ প্রকাশ করে জানিয়েছেন, বিড়ালটির শরীরে রোগের কোনও লক্ষণ ছিল না। তিনি বলেন, আমরা আল্ট্রাসাউন্ড করতে পারিনি। তবে আমরা ক্রমাগত ওর স্বাস্থ্য পর্যবেক্ষণ করছিলাম। খারাপ লাগছে যে ওর রোগ ধরতে পারিনি আগে। তা হলে হয়তো বাঁচানো যেত।