উল্টে গেল তাজমহল!

উল্টো করে তাজমহল নির্মাণ করে পর্যটকদের তাক লাগিয়ে দিয়েছে ভারতের ডুয়ার্স ফান সিটি। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার এই পর্যটন কেন্দ্র  হয়ে উঠেছে আরো আকর্ষণীয়। খবর আজকাল অনলাইন’র। 

রোববার (১৫ ডিসেম্বর) পর্যটন কেন্দ্রটিতে উদ্বোধন করা হয় উল্টো তাজমহল। ভারতের ঐতিহাসিক নিদর্শন তাজমহল পুরো বিশ্বের কাছে ভালোবাসার প্রতীক হিসেবে পরিচিত। সেই তাজমহলকে উল্টো করে বানিয়ে করা হয়েছে নান্দনিক উপস্থাপন। ভারতের বিভিন্ন রাজ্য থেকে এই উল্টে যাওয়া তাজমহল দেখতে ভিড় করছেন পর্যটকরা। 

বিস্ময়কর এই তাজমহল দেখতে আসা রাজেন ফুয়েল নামের এক পর্যটক বলেন, ‘এখানে দেখছি সব কিছুই উল্টো-পাল্টা। সোজা শুধু একটি খালি এরোপ্লেন রয়েছে। আর পর্যটকদের থাকার ঘরগুলো সোজা-স্বাভাবিক।’ 

ডুয়ার্স ফান সিটির কর্ণধার শেখ জিয়াউর রহমান জানান, ডুয়ার্সে পর্যটক টানতে, তাদের কাছে অভিনব কিছু উপস্থাপন করার পরিকল্পনা থেকেই উল্টো ঘর, উল্টো তাজমহলসহ বিভিন্ন জিনিসের পরিকল্পনা।

তিনি বলেন, ‘তাজমহল নিয়ে কারোও অনুভূতিকে আঘাত করার কোনো ইচ্ছা বা উদ্দেশ্যে আমাদের নেই।’