স্পেনের শাসকরা ১৪৯২ সালে মুসলিমদের সব গ্রন্থ পুড়িয়ে ফেলে। স্থাপত্যবিদ্যা, শিল্পকলা, কৃষিবিজ্ঞানসহ পবিত্র কোরআনের কপিসহ অনেক গুরুত্বপূর্ণ বই গ্রানাডার পাইরামবলা চত্বরে পোড়ানো হয়। বিশ্বের ইতিহাসে এটি আরেকটি কালো অধ্যায়। তখন অসংখ্য মসজিদ ও মাদরাসাও জ্বালিয়ে ফেলা হয়।
এরপর দীর্ঘ ৫০০ বছর ধরে আন্দালুস ও স্পেনে ইসলামের সব চিহ্ন ধীরে ধীরে মুছে ফেলা হয়। স্পেন থেকে প্রতি বছর ঘোড়ায় চড়ে হজযাত্রার রীতিও বন্ধ হয়ে যেতে থাকে। তবে বর্তমান প্রজন্ম আন্দালুসে ইসলামের হারানো ঐতিহ্য পুনরায় ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছেন।
এর অংশ হিসেবে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পথে যাত্রা শুরু করেছেন তিন বন্ধু। গত সাড়ে তিন মাস ধরে ঘোড়ায় চড়ে স্পেন থেকে যাত্রা করা আবদাল্লাহ হার্নান্দেজ, আবদেলকাদের হারকাসি ও তারিক রদ্রিগেজ বর্তমানে তুরস্কের ইস্তাম্বুলে রয়েছেন।
আট হাজার কিলোমিটার দীর্ঘ এই যাত্রায় তারা স্পেন থেকে ইতালি, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, মন্টেনেগ্রো, কসোভো, উত্তর মেসিডোনিয়া, বুলগেরিয়া, গ্রিস এবং তুরস্ক হয়ে সিরিয়ার ভেতর দিয়ে সৌদি আরবে পৌঁছানোর পরিকল্পনা করেছেন।
হারকাসি জানান, তারা একটি হারিয়ে যাওয়া ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে পেরে আনন্দিত। তিনি ব্যাখ্যা করেন, এই যাত্রার জন্য তারা কয়েক বছর ধরে অর্থ সঞ্চয় ও প্রশিক্ষণ নিয়েছেন। আমরা অনেক হাস্যকর মুহূর্ত ও রোমাঞ্চকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। আমরা দেখেছি, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। আমরা পরিশুদ্ধ নিয়তে এই যাত্রায় নেমেছি, কারণ আমাদের লক্ষ্য হজ সম্পন্ন করা।
তিনি আরও বলেন, আমরা এখন এই ঐতিহ্যের অংশ হয়ে গেছি। আমরা এখন পর্যন্ত পথের অর্ধেক পেরিয়েছি, ইনশাআল্লাহ বাকি পথ সহজ হবে।
সূত্র: আনাদোলু এজেন্সি